গ্লোবাল সুপার লিগে দল পেলেন সাকিব আল হাসান
জাতীয় দলের হয়ে খেলার দরজা বন্ধ হয়ে যাওয়ার পরও আন্তর্জাতিক লিগে কিংবদন্তির জীবন থেমে থাকেনি। এবার সেই ধারাবাহিকতায় গ্লোবাল সুপার লিগে অংশ নিচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দল পেলেন সাকিব আল হাসান।
গায়ানায় অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে তিনি খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে। দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজের চোটে পড়ায় সুযোগ মিলেছে সাকিবের।
আজ দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
দুবাই ক্যাপিটালস ভারতের জিএমআর গ্রুপের মালিকানাধীন। এই গ্রুপ আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসেরও সহ-মালিক, যে দলে সর্বশেষ আইপিএলে খেলেছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান।
দুবাই ক্যাপিটালস সংযুক্ত আরব আমিরাতের ইন্ট্যারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন।