অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টিতে এবারও লড়বে বাংলাদেশ
গেল বছর বাংলাদেশ হাই পারফরম্যান্স দল খেলেছিল ফাইনালে। তবে অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টিতে শিরোপা লড়াইয়ে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে যায় বাংলাদেশ এইচপি।
এবারও ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টিতে লড়তে দল পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এইচপি নয়, এবার খেলতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল।
বিগ ব্যাশের কয়েকটি দলসহ মোট ১১টি দল নিয়ে হবে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য নর্দার্ন টেরিটরির আঞ্চলিক ক্রিকেট বোর্ড আয়োজন করে এই টুর্নামেন্ট।
এবারের আসরের সূচি ও সব দল এখনো নিশ্চিত হয়নি।
তবে বাংলাদেশ ‘এ’ দল, পাকিস্তান শাহিনস (এ দল) ও নেপাল জাতীয় দলের খেলার বিষয়টি চূড়ান্ত হয়েছে।