খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ৩০শে আগস্ট ২০২৫

মেসির জন্মদিনে পালমেইরাসের অবিশ্বাস্য কামব্যাক, নকআউটে মরণফাঁদে মায়ামি

৩৮ বছরে পা রেখেছেন লিওনেল মেসি। মাঠেই তাকে জন্মদিনের উপহার দেওয়ার পট তৈরি করেছিল ইন্টার মায়ামির ফুটবলাররা। কিন্তু ক্লাব বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অবিশ্বাস্য কামব্যাক দিল ব্রাজিলের ক্লাব পালমেইরাস।

ম্যাচে ৭৯ মিনিট পর্যন্ত মায়ামির তায়েদো আলেন্দে ও লুইস সুয়ারেজের গোলে ২–০ ব্যবধানে পিছিয়ে ছিল পালমেইরাস।

ফলাফল অনুযায়ী, রাউন্ড অব সিক্সটিনে আরও এক ব্রাজিলিয়ান ক্লাবের মুখোমুখি হতে হতো লিওনেল মেসির দলকে।

কিন্তু, শেষ ১১ মিনিটে যা হলো ম্যাচে, সেটা ইন্টার মায়ামিকে ক্লাব বিশ্বকাপে খানিক বেকায়দায় ফেলেছে।

৮০ মিনিটে পাউলোনিও গোল করে ম্যাচে ফেরার আভাস দেয়। আর ৮৭ মিনিটে ডি বক্সের ভেতর থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন মাউরিসিও।

অবিশ্বাস্য কামব্যাক এর ফলে ২-২ গোলের ড্র শেষে ইন্টার মায়ামি এবং পালমেইরাস দুই দলই গ্রুপপর্ব শেষ করেছে ৫ পয়েন্ট নিয়ে।

তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় পালমেইরাস হয়েছে গ্রুপসেরা। আর ইন্টার মায়ামি শেষ করেছে গ্রুপের দ্বিতীয় অবস্থানে থেকে।

মেসির জন্মদিনে পালমেইরাসের অবিশ্বাস্য কামব্যাক, নকআউটে মরণফাঁদে মায়ামি

রাউন্ড অব সিক্সটিনে ইন্টার মায়ামির প্রতিপক্ষ ইউরোপিয়ান ফুটবলের দল পিএসজি।
সদ্যই চ্যাম্পিয়নস লিগ জেতা এই দলের সঙ্গে মেসির সখ্যতা বেশ পুরাতন। ইন্টার মায়ামিতে আসার আগে পিএসজিতেই খেলেছিলেন মেসি। যদি সেই অধ্যায় শেষ হয়েছিল তিক্ততা দিয়ে।
আবার পিএসজির কোচ হিসেবে আছেন লুইস এনরিকে। তার একসময়ের বার্সেলোনা শিষ্য মেসি, আলবা, বুসকেটসরা এখন মায়ামির খেলোয়াড়।
আবার সেই দলের কোচ হ্যাভিয়ের মাশ্চেরানোও এনরিকের বার্সেলোনা অধ্যায়ের শিষ্য।

 

আগের ম্যাচে বোতাফোগোর বিপক্ষে হেরে চাপে ছিল পিএসজি। তবে গতকাল রাতে সিয়াটল সাউন্ডনেসের বিপক্ষে আর কোনো ভুল করেনি তারা।

২–০ গোলে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে ফরাসি ক্লাবটি। গোল করেন খিচা কাভারাস্কেইয়া এবং আশরাফ হাকিমি।

মেসির জন্মদিনে পালমেইরাসের অবিশ্বাস্য কামব্যাক, নকআউটে মরণফাঁদে মায়ামি

পিএসজি পারলেও নকআউটে যেতে পারেনি আতলেতিকো মাদ্রিদ। বোতাফোগোর বিপক্ষে জিতেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে বিদায় নিয়েছে তারা।

গ্রুপের শেষ ম্যাচের পর পিএসজি, বোতাফোগো এবং আতলেতিকোর পয়েন্ট ছিল সমান ৬।
কিন্তু গোল ব্যবধানে পিএসজি ছিল সবার ওপরে (‍+৫), এরপর দুইয়ে ছিল বোতাফোগো (‍+১) এবং সবার নিচে ছিল আতলেতিকো (–১)। যে কারণে শেষ পর্যন্ত বিদায় নিতে হলো দিয়াগো সিমিওনের দলকে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy