দলে সোহানের না থাকাটা আশ্চর্যজনক মনে হয়েছে নান্নুর
সোমবার (২৩ জুন) শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দল ঘোষণা করেছে বিসিবি। ১৬ সদস্যের সেই স্কোয়াডে সাদা বলে ধারাবাহিক সোহানকে না দেখে অবাক হয়েছেন অনেকেই।
দল ঘোষণার পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা চলছে অনেক। দলে সোহানের না থাকাটা আশ্চর্যজনক মনে হয়েছে নান্নুর।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৫ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত কার্নিভালে আজ (২৪ জুন) উপস্থিত ছিলেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
‘সিলেকশন প্যানেল তো এটার জবাব দিয়ে দিয়েছে। কিছু কিছু জায়গায় ব্যাখ্যা দিয়েছে কিভাবে দল করেছে। তবে কিছু কিছু জায়গায় যথেষ্ট ঘাটতি রয়েছে।’
‘সোহানের বাদ-পড়াটা আমার কাছে আশ্চর্যজনক মনে হয়েছে। গেল এ টিমের সিরিজেও সে ভালো পারফর্ম করেছে। এখানে যে প্র্যাকটিস ম্যাচগুলো রয়েছে সেখানেও ভালো করেছে। তো এই জায়গাটার একটা প্রশ্ন রয়েছে। অভারঅল প্রধান নির্বাচক তো একটা ব্যাখ্যা দিয়েছে। যে দল দিয়েছে আশা করি তাদের ভালো খেলার একটা ক্যাপাবিলিটি রয়েছে। আমরা চাইবো সেরাটা যেন ভালো খেলতে পারি।’
তিনি বলেন, ‘সোহান আমাদের বিবেচনায় আছেন। তবে একই দলে এত উইকেটরক্ষক তো নিতে পারব না।
এখন টি-টোয়েন্টির ক্যাপ্টেন হয়েছেন। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তিনি দলে আছেন ধরে নেওয়া যায়।
‘কাউকে ভালো ফর্মে অধিক সময় দেওয়ার জন্য ওয়ানডে ক্রিকেট আদর্শ। তিনি সে জায়গায় দীর্ঘ সময় খেললে তার জন্য পারফরম্যান্স ধরে রাখতে সুবিধা হবে। সেই আলোকে এ মুহূর্তে লিটন সামনে আছেন।’
‘সোহান অবশ্যই আমাদের মাথায় আছেন। অত্যন্ত কার্যকর একজন খেলোয়াড় বিশেষ করে ছয়-সাতে। তাকেও আগামীতে দেখব বলে আশা করি।’
খেলোয়াড়দের যাচাই করে দেখার জন্য এশিয়া কাপের আগে এই শ্রীলঙ্কা সিরিজ রাখা হয়েছে। এরপর পাকিস্তান ও ভারতের সাথেও রয়েছে খেলা।
এসব খেলার মধ্য দিয়ে ক্রিকেটারদের দেখে শুনে এশিয়া কাপের জন্য বেছে নেয়া হবে বলে জানান লিপু।