খেলার মাঠে সবার আগে
Nsports-logo

সোমবার, ৭ই জুলাই ২০২৫

দলে সোহানের না থাকাটা আশ্চর্যজনক মনে হয়েছে নান্নুর

সোমবার (২৩ জুন) শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দল ঘোষণা করেছে বিসিবি। ১৬ সদস্যের সেই স্কোয়াডে সাদা বলে ধারাবাহিক সোহানকে না দেখে অবাক হয়েছেন অনেকেই।
দল ঘোষণার পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা চলছে অনেক। দলে সোহানের না থাকাটা আশ্চর্যজনক মনে হয়েছে নান্নুর।


টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৫ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত কার্নিভালে আজ (২৪ জুন) উপস্থিত ছিলেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন,
‘সিলেকশন প্যানেল তো এটার জবাব দিয়ে দিয়েছে। কিছু কিছু জায়গায় ব্যাখ্যা দিয়েছে কিভাবে দল করেছে। তবে কিছু কিছু জায়গায় যথেষ্ট ঘাটতি রয়েছে।’
তিনি আরও বলেন,
‘সোহানের বাদ-পড়াটা আমার কাছে আশ্চর্যজনক মনে হয়েছে। গেল এ টিমের সিরিজেও সে ভালো পারফর্ম করেছে। এখানে যে প্র্যাকটিস ম্যাচগুলো রয়েছে সেখানেও ভালো করেছে। তো এই জায়গাটার একটা প্রশ্ন রয়েছে। অভারঅল প্রধান নির্বাচক তো একটা ব্যাখ্যা দিয়েছে। যে দল দিয়েছে আশা করি তাদের ভালো খেলার একটা ক্যাপাবিলিটি রয়েছে। আমরা চাইবো সেরাটা যেন ভালো খেলতে পারি।’
এর আগে গতকাল সোহানকে দলে না রাখার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
তার মতে, জাতীয় দলে উইকেটরক্ষক পজিশনের জন্য সোহানের প্রতিদ্বন্দ্বী লিটন দাস।  নির্বাচকদের চোখে টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটনের ফর্মে ফেরা এখন সবচেয়ে জরুরি।
আর একজন ব্যাটারের ফর্মে ফেরার জন্য ওয়ানডেকে সবচেয়ে উপযুক্ত ফরম্যাট হিসেবে দেখেন লিপু। আর সে কারণেই লিটনকে রাখা হয়েছে।
দলে সোহানের না থাকাটা আশ্চর্যজনক মনে হয়েছে নান্নুর

তিনি বলেন, ‘সোহান আমাদের বিবেচনায় আছেন। তবে একই দলে এত উইকেটরক্ষক তো নিতে পারব না।
সর্বশেষ দলে লিটন ছিলেন না। খারাপ প্যাচের মধ্যে ছিলেন।
এখন টি-টোয়েন্টির ক্যাপ্টেন হয়েছেন। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তিনি দলে আছেন ধরে নেওয়া যায়।
‘কাউকে ভালো ফর্মে অধিক সময় দেওয়ার জন্য ওয়ানডে ক্রিকেট আদর্শ। তিনি সে জায়গায় দীর্ঘ সময় খেললে তার জন্য পারফরম্যান্স ধরে রাখতে সুবিধা হবে। সেই আলোকে এ মুহূর্তে লিটন সামনে আছেন।’
-জানান তিনি।
তবে সোহানকে বিবেচনার বাইরে রাখছে না নির্বাচক প্যানেল। আগামী কয়েকটি সিরিজের মধ্যে তাকেও চেষ্টা করে দেখার ইচ্ছা আছে বোর্ডের।
এ প্রসঙ্গে লিপু বলেন,

‘সোহান অবশ্যই আমাদের মাথায় আছেন। অত্যন্ত কার্যকর একজন খেলোয়াড় বিশেষ করে ছয়-সাতে। তাকেও আগামীতে দেখব বলে আশা করি।’

খেলোয়াড়দের যাচাই করে দেখার জন্য এশিয়া কাপের আগে এই শ্রীলঙ্কা সিরিজ রাখা হয়েছে। এরপর পাকিস্তান ও ভারতের সাথেও রয়েছে খেলা।
এসব খেলার মধ্য দিয়ে ক্রিকেটারদের দেখে শুনে এশিয়া কাপের জন্য বেছে নেয়া হবে বলে জানান লিপু। 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy