বিপিএলে নতুন ভেন্যু হিসেবে যুক্ত হচ্ছে রাজশাহীর নাম, আলোচনায় আছে বরিশালও। যদিও পরের মৌসুমের আগে সময় খুব কম থাকায়, দক্ষিণাঞ্চলের এই ভেন্যুকে এবার নাও দেখা যেতে পারে। দ্বাদশ আসরে ফ্র্যাঞ্চাইজি তালিকাতেও আসবে পরিবর্তন।
হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে ১৩ বছরেও বিপিএল আয়োজনে বেশ ব্যর্থ বিসিবি। মিরপুর কেন্দ্রিকই রয়ে গেছে দেশের শীর্ষস্থানীয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। কালেভদ্রে, কিছু ম্যাচ পায় চট্টগ্রাম-সিলেট।

