খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫

জ্বরে আক্রান্ত হয়ে প্রথম টেস্টে অনিশ্চিত মিরাজ

বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট শুরুর আর মাত্র দুই দিন বাকি। ঠিক এই সময় জ্বরে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। দলের প্রধান কোচ ফিল সিমন্স রোববার (১৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন। 

দুই দলের দ্বৈরথের সিরিজ সামনে রেখে আজ গলে প্রথমবার অনুশীলনে নেমেছিলেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা।

তবে প্রথম দিনের অনুশীলনে ছিলেন না সদ্য ওয়ানডে দলের নেতৃত্ব পাওয়া মিরাজ। জ্বরের কারণেই অনুশীলনে যোগ দিতে পারেননি তিনি।

ব্যাটে–বলে আগে থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন তিনি। তবে, সাকিব আল হাসান ব্রাত্য হয়ে যাওয়ার পর থেকে তার গুরুত্বটা বেড়ে গেছে বহুগুণে। গলের স্পিন বান্ধব কন্ডিশনে সেটা পাল্লা দিয়ে বেড়েই গেছে।

প্রথম টেস্টেও তার উপর ভরসা করেই ছিল বাংলাদেশ। মিরাজের অসুস্থতার ফলে দলের একাদশ তৈরিতেও এখন বেশ বেগ পেতে হচ্ছে টাইগারদের।

জ্বরে আক্রান্ত হয়ে প্রথম টেস্টে অনিশ্চিত মিরাজ

তার অবর্তমানে স্পিনিং অলরাউন্ডারের ভূমিকায় কে খেলবেন, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সিমন্স বলেন,

‘আজ সকালে সর্বশেষ খবর হলো, গত কয়েক দিনে ও অনেকটা সুস্থ হয়েছে। ওষুধ নেওয়ার পর সন্ধ্যায় ওর অবস্থা কেমন থাকে, সেটা দেখা হবে।

আশা করছি, আগামীকাল অনুশীলনে ফিরবে এবং খেলার জন্য প্রস্তুত থাকবে।’

মিরাজ খেলতে না পারলে স্পিন বিভাগে বড় প্রভাব পড়তে পারে। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের সঙ্গে জুটি গড়ে স্পিন আক্রমণের মূল দায়িত্বে থাকেন মিরাজ। সে শূন্যস্থানটা বাংলাদেশ পুরণ করবে কাকে দিয়ে?

জ্বরে আক্রান্ত হয়ে প্রথম টেস্টে অনিশ্চিত মিরাজ

মিরাজ না থাকলে দলের কম্বিনেশন সাজাতেও সমস্যার সৃষ্টি হবে। সিমন্স জানালেন,

‘মিরাজকে নিয়ে সংশয় তো অবশ্যই দুশ্চিন্তার বিষয়। তবে একজনের অনুপস্থিতি মানে অন্য আরেকজনের জন্য সুযোগ। সবাই মন থেকে চাইছে মিরাজ সেরে উঠুক।

তবে এটাও জানে, সে যদি না খেলে আমাকে দায়িত্ব নিতে হবে। একটু দুশ্চিন্তা, তবে এই দুশ্চিন্তা থাকা ভালো।’

 

তিনি আরও জানান, এখনো একাদশ চূড়ান্ত হয়নি। সোমবার মাঠের অবস্থা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

গলের উইকেট সাধারণত স্পিন সহায়ক হলেও সাম্প্রতিক বৃষ্টির কারণে কন্ডিশন নিয়ে তৈরি হয়েছে আরও অনিশ্চয়তা।

বাংলাদেশ–শ্রীলঙ্কা টেস্ট সিরিজ শুরু হবে মঙ্গলবার। এই সিরিজ দিয়েই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করছে বাংলাদেশ।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy