খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বুধবার, ১৬ই জুলাই ২০২৫

অনূর্ধ্ব-১৬ দক্ষিণ এশিয়ান বাস্কেটবলে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত হয়ে গেল অনূর্ধ্ব-১৬ দক্ষিণ এশিয়ান বাস্কেটবল চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা। এতে বাংলাদেশের বালক ও বালিকা উভয় দলই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল।
বাংলাদেশ বালক দল এই চ্যাম্পিয়নশীপে ব্রোঞ্জ জয়লাভ করেছে।
দক্ষিণ এশিয়ার বাস্কেটবলের বয়স ভিত্তিক এই টুর্নামেন্টে মাত্র চারটি দেশ অংশগ্রহণ করছে। স্বাগতিক মালদ্বীপ, বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা।
অনুযায়ী পয়েন্ট টেবিলের এক ও দুই নম্বর দল লড়াই করেছে স্বর্ণের জন্য এবং তিন ও চার নম্বর দল লড়াই করেছে ব্রোঞ্জের জন্য।
বাংলাদেশ বালক ও বালিকা উভয় দল আজ ব্রোঞ্জের জন্য মালদ্বীপের বিপক্ষে লড়েছিল।  বালিকা দল পরাজিত হলেও বালক দল স্বাগতিকদের হারিয়ে পদক জিতেছে।

বাংলাদেশ ভারত ও শ্রীলংকার কাছে হারে এবং মালদ্বীপকে হারিয়ে তৃতীয় হয়। মালদ্বীপ হয়েছিল চতুর্থ।

ফরম্যাট অনুযায়ী পয়েন্ট টেবিলের এক ও দুই নম্বর দল লড়াই করেছে স্বর্ণের জন্য এবং তিন ও চার নম্বর দল লড়াই করেছে ব্রোঞ্জের জন্য।

বালক দল ৭৫-৪২ পয়েন্টে মালদ্বীপকে হারায়। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২৪ পয়েন্ট এনে দেন সান মুরং। তার পর দ্বিতীয় সর্বোচ্চ ১৬ পয়েন্ট আফ্রিদির।
গতকালও বাংলাদেশ দল মালদ্বীপকে গ্রুপ পর্বের রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে হারিয়েছিল।
বালক দল জিতলেও বালিকা দল ৮৬-২২ পয়েন্টে হেরেছে মালদ্বীপের বিপক্ষে। অনূর্ধ্ব-১৬ পর্যায়ে বাংলাদেশ নারী বাস্কেটবলে এটাই প্রথম অংশগ্রহণ।
অনূর্ধ্ব-১৬ দক্ষিণ এশিয়ান বাস্কেটবলে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ
গ্রুপ পর্বের তিনটি ম্যাচই অনেক বড় ব্যবধানে হেরেছিলেন বালিকারা। ভারতের বিপক্ষে হারের ব্যবধান ছিল ১২৪ পয়েন্ট।
সত্তর-আশির দশকে দেশের অন্যতম জনপ্রিয় খেলা ছিল বাস্কেটবল।
সময়ের বিবর্তনে খেলাটি এখন অস্তিত্বের সংকটে। ফেডারেশনের নেই কার্যালয়, খেলার নেই কোর্ট।
এই পরিস্থিতিতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অংশগ্রহণই এখন কষ্টসাধ্য। এরপরও বাস্কেটবলের দক্ষিণ এশিয়ার একটি ব্রোঞ্জ খানিকটা সান্ত্বনাই।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy