ওমানের বিপক্ষেই ঘুরে দাঁড়াক বাংলাদেশ
ঘরের মাটিতে অস্ট্রেলিয়া,নিউজিল্যান্ড এবং বিদেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাসকে সঙ্গী করে ওমানে বিশ্বকাপের শুরুতেই এমন ভরাডুবি হবে বাংলাদেশের, কেউ আন্দাজ করতে পারেননি। বিশ্বকাপ বাছাইপর্বের ডু অর ডাই ম্যাচে আজ রাত ৮ টায় আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওমানের বিপক্ষে মাঠে নামবে টিম বাংলাদেশ।
বিশ্বকাপে টাইগাররা আরো দুইবার বাছাইপর্বে খেলেছে। কিন্তু এমন লজ্জাজনক পরিস্থিতিতে পরেনি একবারো। আসরে টিকে থাকতে আজ ওমানের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। নয়ত ফিকে হয়ে যাবে সুপার টুয়েলভে যাওয়ার আশা। তবে, বাংলাদেশকে ওমানের বিপক্ষে সুখকর স্মৃতি মনে করিয়ে দিচ্ছে অতীত। অন্তত পরিসংখ্যান টাইগারদের পক্ষেই কথা বলছে।
ওমানের বিপক্ষে দীর্ঘ পাঁচ বছর পর দ্বিতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। তাদের বিপক্ষে এখন পর্যন্ত সব ফরম্যাট মিলিয়ে একবারই মুখোমুখি হয়েছিলো টাইগাররা। সেটি ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে, ভারতের ধর্মশালায়। সেখানে বাংলাদেশ জয় পায় ৫৪ রানের বড় ব্যবধানে।
পাঁচবছর আগের সেই জয়ে বড় ভূমিকা রেখেছিলেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ৬৩ বলে ১০ চার ও ৫ ছক্কায় করেছিলেন ১০৩। কিন্তু এই ড্যাশিং ওপেনার নিজেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে প্রত্যাহার করে নেন। যদিও ওই ম্যাচে চার উইকেট নেওয়া সাকিব আছেন এবারও।
বাংলাদেশ দলের ওপেনারদের এমন টানা ব্যর্থতা বারবার মনে করিয়ে দিচ্ছে তামিম ইকবালকে। এই পজিশন নিয়ে তাই কপালে ভাজ টিম ম্যানেজমেন্টের।
কেবল এখানেই নয়, ওমানে বিপক্ষে জ্বলে উঠতে হবে মুশফিক, রিয়াদ, সাকিবের মত সিনিয়রদের। রান আটকাতে হবে ডেথ ওভারে।
তবে সব হিসেব নিকাশ বাদ দিয়ে মাহমুদউল্লাহ বাহিনীর কাছে একটাই প্রত্যাশা, শোককে শক্তিতে রূপান্তর করা, ওমানের বিপক্ষে প্রত্যাশিত সহজ জয় তুলে নেয়া।