এমন হারে বিস্মিত পাপন
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে লজ্জাজনক হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এদিকে এ পরাজয় নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
আজ দলের সঙ্গে ভার্চুয়াল সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, মুশফিক-সাকিব-রিয়াদের ধীরগতির ব্যাটিংই পরাজয়ের অন্যতম কারণ। তিনে নেমে সাকিব ২৮ বলে ২০, চারে মুশফিক ৩৬ বলে ৩৮ এবং পাঁচে মাহমুদউল্লাহ ২২ বলে ২৩ রান করেন। এই ধীরগতির ব্যাটিং আর রণকৌশলকেই পরাজয়ের কারণ হিসেবে উল্লেখ করেন পাপন।
শক্তিমত্তা, অভিজ্ঞতায় ও র্যাংকিংয়ে স্কটল্যান্ড থেকে অনেকটাই এগিয়ে বাংলাদেশ ক্রিকেট দল। তারপরও স্কটিশদের সাথে এই হার গ্রহনযোগ্য নয় কোটি ভক্তদের কাছেও। বিষয়টি মেনে নিতে পারছেন না বিসিবি সভাপতি। তিনি বলেন, এটা নিয়ে মন্তব্য করা খুব কঠিন। ভালো কিছু বলার মত কিছু নাই। হারার মধ্যেও ভালো কিছু প্রাপ্তি থাকে, এখানে পুরোটাই লস।