ডুরানের জোড়া গোলে সেমিফাইনালে রোনালদোর আল নাসর
রবিবার (২৭ এপ্রিল) এএফসি চ্যাম্পিয়নস লিগের খেলায় ইয়োকোহামা এফ. মারিনোসকে ৪-১ গোলে হারিয়ে সেমিফাইনালে রোনালদোর আল নাসর।
এই ম্যাচে জোড়া গোল করেছেন আল নাসরের নতুন সেনসেশন জন ডুরান। রোনালদো ও সাদিও মানে বাকি গোল দুটি করেন।
ইয়োকোহামার পক্ষে একটি গোল শোধ করেন কোটা ওয়াতানাবে। ম্যাচ শেষ হওয়ার ১৭ মিনিট লাগে লাল কার্ড দেখে মাঠও ছাড়েন তিনি।
ইউরোপের অভিজাত দলের প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগের শিরোপা পাঁচবার জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রতিযোগিতাটির ইতিহাসে তার চেয়ে বেশি গোল করতে পারেনি আর কোনো খেলোয়াড়ই।
ইউরোপে সবকিছু জয় করে সৌদি আরবে পা রেখে এখনও শিরোপাভাগ্য এই পর্তুগিজের জন্য প্রসন্ন হয়নি।
চ্যাম্পিয়ন্স লিগের রাজা এশিয়ার চ্যাম্পিয়নস লিগেও পারেননি চমক দেখাতে।
তবে চলতি মৌসুমে সেই খরা ঘুচতে পারে রোনালদোর। প্রতিযোগিতাটির সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে রোনালদোর দল আল নাসর।
প্রিন্স আব্দুল্লাহ আল ফয়সাল স্টডিয়ামে আল নাসরের কাছে পাত্তাই পায়নি ইয়োকোহামা। বলের দখল থেকে শুরু করে গোলে শট নেয়া সবকিছুতেই বড় ব্যবধানে এগিয়ে ছিল আল নাসর।
এর ৭ মিনিট পর গোলের খাতা খোলেন রোনালদো। ব্রজোভিচের শট ঠেকিয়ে দিয়েছিলেন জাপানি ক্লাবটির গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফের গোল করেন ডুরান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৪ ম্যাচে ৪ গোল হলো তার। চলতি মৌসুমে এই তরুণ সব মিলিয়ে ১৪ ম্যাচে ৯ গোল করলেন।
এর চার মিনিট পরেই ইয়োকোহামার পক্ষে একটি গোল শোধ করেন কোটা ওয়াতানাবে। এর কিছুক্ষণ পরেই প্রথম হলুদ কার্ড দেখেন তিনি।