মার্তিনেজকে নাস্তানাবুদ করে এফএ কাপের ফাইনালে ক্রিস্টাল প্যালেস
এফএ কাপের সেমিফাইনালে বাজপাখি এমিলিয়ানো মার্তিনেজকে নাস্তানাবুদ করে এফএ কাপের ফাইনালে পৌঁছে গেল ক্রিস্টাল প্যালেস।
গত অক্টোবরেও প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শেষের তিন দলের একটা ছিল ক্রিস্টাল প্যালেস। টানা আট ম্যাচে একটিতেও জয়ের মুখ দেখেনি তারা। কোচ অলিভার গ্লাসনারের চাকরি নিয়েই তখন টানাটানি।
সেই ক্রিস্টাল প্যালেস কিনা এখন শিরোপা জয়ের দ্বারপ্রান্তে। চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে খেলা অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিয়ে এফএ কাপের ফাইনালে উঠে গেছে ক্রিস্টাল প্যালেস।
রবিবার ( ২৭ এপ্রিল) এফএ কাপের সেমিফাইনালে অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ক্রিস্টাল প্যালেস।
ওয়েম্বলি স্টেডিয়ামে ঈগলদের জয়ের নায়ক সেনেগালিস উইঙ্গার ইসমাইলিয়া সার। জোড়া গোল করেছেন তিনি। বাকি গোলটি এবেরেচি এজের।
দ্বিতীয় সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ নটিংহ্যাম ফরেস্ট।
এমি মার্টিনেজের দলের বিপক্ষে ক্রিস্টাল প্যালেস লিড পায় ৩১ মিনিটে। ইসমাইলিয়া সারের বাড়ানো বল ডানপাশে পান এবেরেচি এজে।
বল রিসিভ করেই দারুণ বাঁকানো শটে মার্টিনেজকে পরাস্ত করেন এই এজে।
৫৩ মিনিটে পেনাল্টি পায় প্যালেস। কিন্তু জ্যা ফিলিপ মাতেতা সেই সুযোগ নষ্ট করলে ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় তারা।
সারই এদিন প্যালেসের জয়ের নায়ক। ম্যাচের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গোল করে ব্যবধান আরও বাড়ান এই সেনেগালিস।
শেষ চার দেখার তিনটিতেই অ্যাস্টন ভিলাকে হারাল প্যালেস (বাকিটি ড্র)। এর আগে ২০১৫-১৬ স্টোক সিটির বিপক্ষে একই কীর্তি গড়েছিল তারা।