অনন্য কার্টিস ক্যাম্ফার
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে অনন্য এক রেকর্ড গড়লেন আয়ারল্যান্ডের পেসার কার্টিস ক্যাম্ফার। নেদারল্যান্ডসের বিপক্ষে ৪ বলে ৪ উইকেট নিয়ে বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে ডাবল হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লেখান এই আইরিশ অলরাউন্ডার।
আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে টসে জিতে ব্যাট করতে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে নেদারল্যান্ডস। মাত্র ২২ রানেই ২ উইকেট হারায় দলটি। এরপর শুরু ধাক্কা কাটিয়ে উঠতেই ক্যাম্ফার বলে তোপের মুখে পুরো নেদারল্যান্ডস এর ব্যাটার। ম্যাচের ১০ ওভারে নিজের ২য় ওভার করতে আসা আইরিশ অলরাউন্ডার একে একে তুলে নেন চার-চারটি উইকেট। এই ওভারে সাজঘওে ফেরেন কলিন অ্যাকারম্যান (১১), রায়ান টেন ডেসকাট (০), স্কট এডওয়ার্ডস (০) ও রোয়েলফ ফন ডার মারউই (০)।
এর আগে আন্তর্জাতিক ডাবল হ্যাটট্রিকের কীর্তি ছিলো দুই বোলার এর দখলে। প্রথম বোলার হিসেবে ৪ বলে ৪ উইকেট নেন রশিদ খান। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ রানে ৫ উইকেট নিয়ে একই কীর্তি করে লাসিথ মালিঙ্গা।