খেলার মাঠে সবার আগে
Nsports-logo

রবিবার, ২৬শে অক্টোবর ২০২৫

‌আমিরাতে হার দিয়ে শুরু বাটলারের ‘নতুন’ বাংলাদেশের

সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ আজই প্রথম আনুষ্ঠানিক ম্যাচ খেলেছে। সংযুক্ত আরব ‌আমিরাতে হার দিয়ে শুরু বাটলারের ‘নতুন’ বাংলাদেশের।
দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাত ফুটবল এসোসিয়েশন পিচ-এ অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ১-৩ গোলে স্বাগতিকদের কাছে হেরেছে।

বাংলাদেশ আরব আমিরাত সফর করছে সিনিয়র ফুটবলার ছাড়াই। সাবিনা,কৃষ্ণা সহ ১৮ ফুটবলার বৃটিশ কোচ পিটার বাটলারকে বর্জন করছেন।
বাফুফে বাটলারকেই কোচ রাখায় সিনিয়র ফুটবলার অনুশীলনে যোগ দেননি। তাই কোচ বাধ্য হয়ে অনভিজ্ঞ ফুটবলারদের নিয়েই দুবাই সফর করেন।

আজ বেশ কয়েকজন প্রথমবারের মতো সিনিয়র দলের হয়ে খেলেছেন।

বাংলাদেশ জুনিয়র পর্যায়ে আমিরাত নারী দলকে একাধিকবার পরাজিত করেছে। সিনিয়র পর্যায়ে আজই প্রথম মুখোমুখি হয়েছে।

স্বাগতিক আমিরাত বাংলাদেশের চেয়ে ১৬ ধাপ এগিয়ে ফিফা র‍্যাংকিং-এ। মাঠের পারফরম্যান্সও আমিরাত এগিয়ে ছিল।
১৮ মিনিটে এলিজাবেথের গোলে লিড নিয়ে নেয় স্বাগতিক দল। ২ মিনিট পর আইরিনের শট পোস্টে লেগে ফিরে আসলে সমতায় ফেরার সুযোগ হারায় বাংলাদেশ।
২৮ মিনিটে জর্জিয়ার গোলে ব্যবধান ২-০ করে আরব আমিরাত। ৩৪ মিনিটে পেনাল্টি থেকে অধিনায়ক আফিদা একটি গোল পরিশোদ করেন।

‌আমিরাতে হার দিয়ে শুরু বাটলারের ‘নতুন’ বাংলাদেশের

দ্বিতীয়ার্ধের শুরুতে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি সুলতানা-রিপারা। উল্টো ৭৪ মিনিটে নিজের জোড় গোল পূরণের পাশাপাশি লিড ৩-১ করেন জর্জিয়া।
এরপর হালিমার মিসের পর রিপার শট ক্রসবারের ওপর দিয়ে গেলে হতাশ হতে হয় সফরকারীদের।

চতুর্থ রেফারি পাঁচ মিনিট ইনজুরি সময় দেন। ঐ সময় আর কোনো গোল না হওয়ায় বাংলাদেশ হার নিয়ে মাঠ ছাড়ে।

সংযুক্ত আরব আমিরাত-বাংলাদেশের মধ্যকার ম্যাচটি সরাসরি সম্প্রচার হয়নি। এজন্য বাংলাদেশ থেকে ম্যাচটি দেখা যায় না।
এই রিপোর্ট লেখা পর্যন্ত, বাফুফে আনুষ্ঠানিকভাবে গোলদাতা ও সময় গণমাধ্যমকে অবহিত করতে পারেনি।

খেলা দেখার সুযোগ না হওয়ায় বাটলারের অধীনে ‘নতুন’ বাংলাদেশ কেমন খেলেছে সেটা বোঝা যায়নি। দুই দলের মধ্যকার সিরিজের দ্বিতীয় ম্যাচ ২ মার্চ।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy