চোট পেয়ে দেশে ফিরেছেন তামিম ইকবাল
প্রথবারের নেপাল মিশন সুখকর হলোনা তামিম ইকবালের। বুধবার এভারেস্ট প্রিমিয়ার লিগের (ইপিএল) ফ্র্যাঞ্চাইজি ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে মাঠে নেমেছিলেন তামিম। সেখানেই নতুন চোট পেয়ে বসেন। বাম হাতের বুড়ো আঙুলে গুরুতর চোট পান তিনি। যা সেরে উঠতে সময় লাগবে অন্তত চার সপ্তাহ।
চলতি বছরের শুরুর দিকে শ্রীলংকা সফরের টেস্ট সিরিজে ডান হাঁটুতে চোট পান তামিম ইকবাল। তবে হাঁটুর ইনজুরিটা মাথাচাড়া দিয়ে ওঠায় আসরের মাঝপথেই বিশ্রাম নিলেও, জুলাইয়ে জিম্বাবুয়ের সাথে ওয়ানডে সিরিজের পর থেকে আবারও হাঁটুর চোটে ৭০ দিনের জন্য মাঠের বাহিরে থাকতে এই টাইগার ওপেনারকে।
তাই আবার চোটের কারণে ইপিএল মিশন না করেই দেশে ফিরেছন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ককে। তামিমের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র। তিনি জানান, ‘নেপাল থেকে আজ (বৃহস্পতিবার) সকাল ৯টায় ঢাকা আসেন তামিম। এরপর তাকে স্ক্যানের জন্য নেওয়া হয়। চোটের জায়গায় চিড় ধরা পড়েছে। চোটের যা ধরণ তাতে অন্তত তিন সপ্তাহ লাগবে তার পুরোপুরি সেরে উঠতে।’
অন্যদিকে ইপিএল এ ব্যাট হাতে নিজেকে ঠিক একটা মেলে ধরতে পারেননি এই ড্যাশিং ওপেনার। ৫ ম্যাচে ভাইরাহাওয়ার হয়ে করেছেন ৭৫ রান। যার মধ্যে সর্বোচ্চ ইনিংস ছিলো ৪০ রানের।