খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ৫ই এপ্রিল ২০২৫

বাংলাদেশের সাবেক কোচ নিয়োগ পেল ধোনির চেন্নাইতে

বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে দুই দফায় কাজ করেছেন ভারতের সাবেক ক্রিকেটার শ্রীধরন শ্রীরাম। এবার তাকে নিয়োগ দিয়েছেন আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস। ‍টুর্নামেন্টটির আসন্ন আসরে মহেন্দ্র সিং ধোনির দলে সহকারী বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রীরাম। চেন্নাইয়ের কোচিং প্যানেল বেশ তারকাসমৃদ্ধ।   

সাবেক কিউই অধিনায়ক স্টিফেন ফ্লেমিং অনেক আগে থেকেই চেন্নাইয়ের প্রধান কোচ হিসেবে কর্মরত আছেন। এ ছাড়া কোচিং প্যানেলে আছেন মাইক হাসি (ব্যাটিং কোচ) এবং এরিক সিমন্স (বোলিং কনসালট্যান্ট)। কোচিং ক্যারিয়ারে অভিজ্ঞ শ্রীরামও যুক্ত হলেন সহকারী বোলিং কোচ হিসেবে। তবে চেন্নাই এখনও তাদের প্রধান বোলিং কোচ নিয়োগ দেয়নি।

এর আগে ২০২২ সালের আগস্টে বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ পান শ্রীরাম। টি-টোয়েন্টি এশিয়া কাপ শেষে তার সঙ্গে চুক্তিও শেষ হয়। পরবর্তীতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে আবারও তাকে নিয়োগ দেয় বিসিবি। এর আগে শ্রীরাম ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত ভারত জাতীয় দলে আটটি ওয়ানডে এবং প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন প্রায় ১৮ বছর। এরপর ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত অস্ট্রেলিয়া জাতীয় দলের সহকারী কোচ ছিলেন, সে সময়ই ২০২১ সালে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়া।

এর আগে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার স্পিন কনসালট্যান্ট হিসেবে কাজ করেছেন শ্রীরাম। পাশাপাশি অভিজ্ঞতা রয়েছে আইপিএলেও। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস, দিল্লি ডেয়ারডেভিলসের সঙ্গে কাজ করেছেন শ্রীরাম। সর্বশেষ বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার আগে কোচ ছিলেন আইপিএলের লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের। এবার প্রথমবার যুক্ত হলেন চেন্নাই ফ্র্যাঞ্চাইজিতে।

২০২৫ আইপিএলের আসর শুরু হবে আগামী ২২ মার্চ। কলকাতার ইডেন গার্ডেন্সে উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও স্বাগতিক নাইট রাইডার্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পরদিনই ঘরের মাঠে চেন্নাই নিজেদের প্রথম ম্যাচে খেলবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy