ভারত-পাকিস্তান ম্যাচে নির্ধারিত হবে বাংলাদেশের সেমির সমীকরণ
আজ চ্যাম্পিয়নস ট্রফিতে ক্রিকেটের সবচেয়ে আকাঙ্ক্ষিত ফিক্সচার। ভারতের মুখোমুখি পাকিস্তান। ক্রিকেট, ঐতিহ্য আর রাজনীতি যেখানে মিলেমিশে একাকার। এমন এক ম্যাচের জন্য ব্যাপক প্রতীক্ষা থাকলেও রাজনীতির বেড়াজালে আটকে আপাতত বন্ধ আছে দুই দেশের ধ্রুপদী লড়াই। ভারত-পাকিস্তান ম্যাচের জন্য আইসিসি কিংবা এসিসি এর ফিক্সচারের দিকেই এখন তাকিয়ে ক্রিকেট দুনিয়া।
ওয়ানডে ফরম্যাটে ২০২৩ সালের পর আজ আরও একবার মাঠে নামবে পাকিস্তান। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্বের ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দেশ। টুর্নামেন্টে দুই দলের জন্যই এটি ২য় ম্যাচ। প্রথম ম্যাচে দুই দলের ফলাফল ছিল দুই রকম। ভারত বাংলাদেশকে হারিয়েছে ৬ উইকেটে। আর নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে পাকিস্তান হেরেছে ৬০ রানে।
পাকিস্তানের জন্য এই ম্যাচ তাই অস্তিত্ব রক্ষার। হারলেই কার্যত বিদায় হবে মোহাম্মদ রিজওয়ানের দলের। আর একই গ্রুপের মাঝে থাকায় বাংলাদেশের ভাগ্যও অনেকটা ঝুলে আছে এই ম্যাচের দিকে। এই ম্যাচেই অনেকাংশে নির্ধারিত হবে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সমীকরণ। জানা যাবে, সোমবারের ম্যাচে বাংলাদেশের করণীয় কেমন হবে।

ভারত – পাকিস্তান ম্যাচ ও বাংলাদেশের ভাগ্য
ভারত জিতলে : নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে জিততেই হবে।
পাকিস্তান জিতলে : নিউজিল্যান্ডের বিপক্ষে জয় না পেলেও শেষ ম্যাচে জয় পেয়ে মেলাতে হবে রানরেটের সমীকরণ।