খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শুক্রবার, ১১ই জুলাই ২০২৫

সেঞ্চুরিতে সমালোচনার জবাব দিয়ে সিরিজ জয়ের নায়ক রোহিত শর্মা

টেস্টের সময়টা ভালো যাচ্ছে না রোহিত শর্মার। সর্বশেষ ১৫ ইনিংসে একবারই ফিফটি করতে পেরেছেন তিনি। এমন বাজে ছন্দের কারণে ৩৭ বছর বয়সী অধিনায়ককে সহ্য করতে হচ্ছিল সমালোচনার ঝড়। অনেকে আবার এক ধাপ এগিয়ে ভারতীয় ওপেনারের শেষটা দেখছেন বলে জানান।

ওয়ানডে রোহিতের ব্যাট হাসছিল ঠিকই তবে তার ডাক নাম ‘হিটম্যানের’ সঙ্গে ইনিংসগুলো যুতসই হচ্ছিল না। আজ কটকে ইংল্যান্ডের বিপক্ষে তার বিধ্বংসী রূপটাই আরেকবার দেখালেন। তাতে পুড়ে অঙ্গার হয়েছে ইংল্যান্ড। রোহিতের দুর্দান্ত সেঞ্চুরিতে শুধু ম্যাচেই জয় পায়নি ভারত, সিরিজ জিতে নিয়েছে। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৪ উইকেটের জয় পেয়েছে ভারত।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে জেতা ভারত দ্বিতীয় ওয়ানডেতে ৩০৫ রানের লক্ষ্য তাড়া করতে নামে। বড় তাড়ার শুরুটা যেমন হওয়ার কথা ঠিকই তেমনি করেছেন দুই ওপেনার শুবমান গিল ও রোহিত। উদ্বোধনী জুটিতে ১৩৬ রান যোগ করেন দুজনে। সেটিও মাত্র ১৬.৪ ওভারে।

প্রথম ওয়ানডেতে যেখানে শেষ করেছিলেন গিল আজ যেন সেখান থেকেই শুরু করেছেন। তবে আজও সেঞ্চুরিকে সঙ্গী করে মাঠ ছাড়তে পারেননি ২৫ বছর বয়সী ব্যাটার। সেদিনের ৮৭ রানের বিপরীতে আজ আরও পেছনে ছিলেন ভারতীয় ওপেনার। তবে ৯ চার ও ১ ছক্কায় ৬০ রানের ইনিংস খেলে ঠিকই সিরিজ জয়ের ভিত গড়ে দিয়েছেন তিনি।

গিল আউট হওয়ার দ্রুত ফেরেন বিরাট কোহলিও। ছন্দ হারিয়ে নিজেকে খোঁজা কোহলি আজও রানের দেখা পাননি। ৭ মাস পর ওয়ানডেতে ফিরে ৫ রানের বেশি করতে পারেননি ‘রানমেশিন’ খ্যাত ব্যাটার। দুই সতীর্থ দ্রুত ফিরলেও নিজের শান দেওয়া ব্যাটে ঠিকই চার-ছক্কার ফোয়ারা ছোটাচ্ছিলেন রোহিত।

লিয়াম লিভিংস্টোনের ফুলটস বলে আউট হওয়ার আগে পেয়েছেন ক্যারিয়ারের ৩২তম সেঞ্চুরি। এতে ১ বছর ৩ মাস ২৯ দিন পর পেয়েছেন সেঞ্চুরির দেখা। তিন অঙ্ক স্পর্শ করার পর তাই হয়তো আকাশ পানে চেয়ে স্বস্তি অনুভব করলেন।

সেঞ্চুরির দেখা পেতে এক বছরের বেশি সময় লাগলেও সর্বশেষ ১৩ ইনিংসে অবশ্য ৫ ফিফটি করেছেন রোহিত। সঙ্গে চলিশের ঘরে আউট হয়েছেন ৫ বার। আর সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে খেলেছিলেন ১৩১ রানের ইনিংস।

আজকের ১১৯ রানের ইনিংসটি সাজিয়েছেন ১২ চার ও ৭ ছক্কায়। ১৩২.২২ স্ট্রাইকরেটের ইনিংসে হাঁকানো ছক্কায় ক্রিস গেইলকে পেছনে ফেলেছেন। ‘ইউনিভার্স বসের’ ৩৩১ ছক্কাকে পেছনে ফেলে শহীদ আফ্রিদির সর্বোচ্চ ছক্কার রেকর্ডের পিছু ছুটছেন রোহিত। পাকিস্তানি ব্যাটারের ৩৫১ ছক্কার বিপরীতে ভারতীয় অধিনায়কের বর্তমান ছয় ৩৩৮।

রোহিতের আউটের পর দ্রুত আরও তিন উইকেট হারায় ভারত। তবে শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেলের চল্লিশোর্ধ্ব ইনিংসে সহজ জয়ই পেয়েছে ভারত। ৩৩ বল হাতে রেখে পাওয়া জয়ের ম্যাচে ৪৪ রান করা আইয়ার থাকতে না পারলেও ৪১ রানে অপরাজিত থাকেন অক্ষর। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন জেমি ওভারটন। সিরিজের তৃতীয় ওয়ানডে আগামী ১২ ফেব্রুয়ারি আহমেদাবাদে।

এর আগে ওয়ানডে সিরিজ বাঁচানোর লক্ষ্যে কটকে খেলতে নেমে জোড়া ফিফটিতে ৩০৪ রান করেছিল ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করা জো রুটের বিপরীতে ৬৫ রান করেছেন ওপেনার বেন ডাকেট। বড় সংগ্রহে অবদান রেখেছিলেন ৪১ রান করা লিয়াম লিভিংস্টোন ও দুটি ত্রিশোর্ধ্ব ইনিংস খেলা হ্যারি ব্রুক (৩১) ও অধিনায়ক জস বাটলার (৩৪)। ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রবীন্দ্র জাদেজা।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy