দ্বিতীয় বিভাগের দলের কাছে হেরে এফএ কাপকে বিদায় লিভারপুলের!
চলতি মৌসুমের শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছে লিভারপুল। প্রতিটি টুর্নামেন্টেই শীর্ষে আছে তারা। এরই মধ্যে লিগ কাপের ফাইনালেও উঠে গেছে স্লটের দল। তবে হঠাৎ এক বড় ধাক্কা খেলে অল রেডরা। এফএ কাপের চতুর্থ রাউন্ডে ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের দল প্লাইমাউথের কাছে হেরে বিদায় নিয়েছে লিভারপুল।
দ্বিতীয় বিভাগে রেলিগেশন থেকে বাঁচতে লড়ছে প্লাইমাউথ। বর্তমানে ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগে লিগ টেবিলের তলানিতে আছে দলটি। সেই প্লাইমাউথের কাছেই কিনা এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে ১-০ গোলে হেরে আসর থেকে বিদায় নিল লিভারপুল। ম্যাচের ব্যবধান গড়ে দেন রায়ান হার্ডি।
প্লাইমাউথের বিপক্ষে খেলা হওয়ায় তুলনামূলক দুর্বল দলই নামায় লিভারপুল কোচ। নিয়মিত সেরা একাদশে খেলার কেউই ছিল না এই দলে। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে গোল করে প্লাইমাউথ। ম্যাচের ৫৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রায়ান হার্ডি। এই গোলই ম্যাচের ব্যবধান গড়ে দেয়।
পুরো ম্যাচে ৭৫ শতাংশ দল লিভারপুলের দখলে ছিল। তার পাশাপাশি প্রতিপক্ষের দিকে ১৪টি শট নিয়েও গোলের দেখা পায়নি কিয়েজা-নুনেজরা।
এদিকে ব্যস্ত সময় পার করছে লিভারপুল। দুইদিন আগেই টটেনহ্যামকে লিগ কাপের সেমিফাইনালে হারিয়ে ফাইনালে ওঠে তারা। আগামী ১৩ ফেব্রুয়ারি লিগে এভারটনের মুখোমুখি হবে অল রেডরা। এরপর ১৬ ফেব্রুয়ারি উলভসের বিপক্ষে খেলবে স্লটের দল।