প্রথমবারের মতো আইএলটি-২০ চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস
সংযুক্ত আরব আমিরাতের টুর্নামেন্ট লিগ আইএলটি-২০ ফাইনালে ডেজার্ট ভাইপারসকে ৪ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস।
সিকান্দার রাজার শেষের ঝড়েই দুবাই ক্যাপিটালস আইএলটি-২০ এর শিরোপা ঘরে তুলেছে বললেও খুব একটা ভুল হয়না।
রবিবার (৯ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টসে হেরে প্রথম ব্যাটিংয়ে নামে ডেজার্ট ভাইপারস।
শুরুতেই দুই ওপেনার অ্যালেক্স হেলস এবং গুরবাজকে হারিয়ে চাপে পড়ে তারা।
তবে ম্যাক্স হোল্ডেন এবং স্যাম কারানের ফিফটিতে ২০ ওভারে ১৮৯ রানের পুঁজি পায় ভাইপারস।
ওপেনার দুজনেই আউট হন ৫ রান করে। তারপর দলের হাল ধরেন ম্যাক্স হোল্ডেন।
ভাইপারসের হয়ে ৫১ বলে ৭৬ রান করেন হোল্ডেন। আর স্যাম কারানের ব্যাট থেকে আসে ৩৩ বলে অপরাজিত ৬২ রান।
এছাড়াও ১৩ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলেন আজম খান। ক্যাপিটালসের হয়ে ২ উইকেট পান ওবেদ ম্যাককয়।
১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে ক্যাপিটালস। তবে দুই ক্যারিবীয়র ব্যাটে জয় পায় তারা। ওপেনিংয়ে নামা শাই হোপ ৩৯ বলে ৪৩ রান করেন।
ক্যাপিটাসের জয়ে সবচেয়ে বড় অবদান রাখা রভম্যান পাওয়েলের স্ট্যাম্পিং আউটটি আম্পায়ার নো বল ঘোষণা করলে জীবন পান এই ব্যাটার। আর তারপর খেলেন ৩৮ বলে ৬৩ রানের ইনিংস।
তবে শেষ কাজটা করেন সানাকা ও সিকান্দার রাজা। সানাকা ১০ বলে ২১ এবং রাজা ১২ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস ক্যাপিটালসকে জয় এনে দেয় ৪ বল বাকি থাকতেই।
৬ উইকেট হারিয়ে লক্ষ্য তাড়া করে ফেলে দুবাই ক্যাপিটালস।
ভাইপারসের হয়ে দুইটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ আমির এবং ডেভিড পেইন। একটি করে উইকেট পেয়েছেন স্যাম কারান এবং নাথান সোটার।
এই জয়ের মাধ্যমে আইএল টি-২০-তে প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলে দুবাই ক্যাপিটালস।