রাজশাহী মামুর বেটা রায়ান বার্ল এর কাছে পাত্তাই পেলোনা খুলনা টাইগার্স
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে ২৮ রানে হারিয়ে হ্যাটট্রিক জয়ের স্বাদ থেকে ছিটকে ফেলে দিলো দুর্বার রাজশাহী। সেই সাথে এবারের আসরে তাদের অপরাজিত থাকার যাত্রাও থামলো। আগে ব্যাট করে ১৭৮ রানের লড়াকু পুঁজি দাঁড় করায় রাজশাহী, জবাবে খুলনা তুলেছে ১৫০। বোলারদের নৈপুণ্যে আসরের দ্বিতীয় জয় তুলে নিল রাজশাহী।
দুরন্ত ক্রিকেটে জিতেছে দুর্বার রাজশাহী। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে দুর্বার রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠায় খুলনা টাইগার্স। আগে ব্যাটিংয়ে নামা রাজশাহীর শুরুটা খারাপ হয়নি। দুই ওপেনার মোহাম্মদ হারিস এবং জিসান আলম মিলে উদ্বোধনী জুটিতে তুলেছেন ৪৪ রান। হারিস ২০ বলে ২৭ রান করে বিদায় নেন। পাওয়ার প্লে’র ৬ ওভারে হারিসের উইকেট হারিয়ে ৪৫ রান তোলে রাজশাহী।
তিনে নামা অধিনায়ক এনামুল হক বিজয় এদিন খুব একটা সুবিধা করতে পারেননি। ৮ বলে ৭ রান করে আউট হন তিনি। বিজয়ের বিদায়ের পর দ্রুত আউট হয়েছেন এসএম মেহরাব এবং জিসানও। ২২ বলে ২৩ রানের ইনিংস খেলেন জিসান। অল্প সময়ের মধ্যে ৩ উইকেট হারিয়ে কিছুটা কঠিন পরিস্থিতিতে পড়ে যায় রাজশাহী।
সেই কঠিন পরিস্থিতি শক্ত হাতে সামাল দেন ইয়াসির আলী চৌধুরী এবং রায়ান বার্ল। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে হালে পানি পায় রাজশাহী। দারুণ সাবলীল ব্যাটিংয়ে এগিয়েছেন দুজন। ক্রিজে অসাধারণভাবে জমে যান ইয়াসির-বার্ল।
ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন বার্ল-ইয়াসির। ইয়াসির এবং বার্ল দুজনই ফিফটির পথে ছিলেন। কিন্তু ফিফটি ছোঁয়ার আগে বিদায় নিয়েছেন ইয়াসির। ২৫ বলে ৪১ রান করে দলের ১৫৫ রানের মাথায় থামেন ইয়াসির। অন্যদিকে বার্ল শেষ পর্যন্ত টিকে থাকেন ২৯ বলে ৪৮ রান করে। শেষ দিকে ক্রিজে নামা আকবর আলী ৯ বলে ২১ রানের ক্যামিও ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭৮ রান তুলে থেমেছে দুর্বার রাজশাহী।
খুলনার হয়ে ২ উইকেট নেন নাসুম আহমেদ। ১টি করে উইকেট শিকার করেন মোহাম্মদ নওয়াজ, মেহেদী হাসান মিরাজ এবং আবু হায়দার রনি।
জবাব দিতে নেমে প্রথম ওভারেই ওপেনার উইলিয়াম বোসিস্তোর উইকেট হারায় খুলনা। ৫ বলে ৬ রান করে বিদায় নেন বোসিস্তো। তিনে নেমে ব্যর্থ হয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। অধিনায়ক ৭ বলে ১ রানের শম্বুকগতির ইনিংস খেলে বিদায় নেন। ক্রিজে টিকে ছিলেন ওপেনার নাঈম শেখ। তবে সাবলীল ছিলেন না তিনিও।
পাওয়ারপ্লের ৬ ওভারে জোড়া উইকেট হারিয়ে ৩৪ রান তোলে খুলনা টাইগার্স। ধুঁকতে ধুঁকতে নাঈম শেখ খেলেছেন ২৮ বলে ২৪ রানের ইনিংস, বিদায় নেন দলের ৫৯ রানের মাথায়।
মাঝে কিছুক্ষণ লড়াইয়ের চেষ্টা চালিয়েছেন আফিফ হোসেন ধ্রুব। বাকিরা সেভাবে সঙ্গ দিতে পারেননি আফিফকে। আফিফ আউট হন ৩০ বলে ৩৩ রান করে। মাহিদুল ইসলাম অঙ্কন খেলেছেন ১১ বলে ১৮ রানের ইনিংস। ছয়ে নামা ইমরুল কায়েস ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে ভালো শুরুর আভাস দিলেও তা চালিয়ে যেতে পারেননি। ৬ বলে ১৭ রান করেন ইমরুল।
মাঝে দ্রুত ফিরেছেন আবু হায়দার রনি এবং মোহাম্মদ নওয়াজ। রনি করেছেন ৪ বলে ৪, নওয়াজ খেলেন ৫ বলে ৯ রানের ইনিংস। শেষ দিকে চেষ্টা চালিয়েছেন নাসুম আহমেদ। ১৫ বলে ১৮ রান করেছেন নাসুম। তাতে হারের ব্যবধান কমেছে কিছুটা। জয়ের মুখ দেখেনি খুলনা। ১৯.৩ ওভারে ১৫০ রানে অলআউট হয়েছে খুলনা টাইগার্স। ২৮ রানের জয় পায় দুর্বার রাজশাহী।
রাজশাহীর হয়ে ২টি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ, সোহাগ গাজী এবং রায়ান বার্ল। ১টি করে উইকেট তোলেন জিসান আলম, এসএম মেহেরাব, মৃত্যুঞ্জয় চৌধুরী এবং শফিউল ইসলাম।