খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ৩০শে আগস্ট ২০২৫

নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে গেলেন দুই তারকা ক্রিকেটার

চলতি বছরই নিউজিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে দাড়িয়েছিলেন কেইন উইলিয়ামসন। এবার তার দেখানো পথেই হাটলেন আরও ফুই কিউই তারকা ক্রিকেটার। মূলত ফ্রাঞ্চাইজি লিগ খেলার জন্য নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে কেন্দ্রীয় চুক্তি না করে বরং একটি অনিয়মিত চুক্তিতে সম্মত হয়েছেন কনওয়ে। অন্যদিকে বোর্ডের সঙ্গে কোনো চুক্তিতেই যাননি ফিন অ্যালেন।

চুক্তি অনুযায়ী ডেভন কনওয়ে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে খেলবেন, খেলবেন পাকিস্তান অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। এছাড়া পাকিস্তানের মাটিতে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তানকে নিয়ে আয়োজিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজেও পাওয়া যাবে কনওয়েকে।

কেন্দ্রীয় চুক্তি সম্পর্কে কনওয়ে বলেন, ‘প্রথমেই নিউজিল্যান্ড ক্রিকেটকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ। কেন্দ্রীয় চুক্তিতে না থাকার সিদ্ধান্তকে হালকাভাবে দেখার সুযোগ নেই৷ তবে আমার এবং আমার পরিবারের কাছে এটাই সেরা সিদ্ধান্ত মনে হয়েছে।’

কনওয়ে আরো বলেন, ‘ব্ল্যাকক্যাপদের হয়ে খেলা আমার জন্য যেকোন কিছুর চেয়ে মূল্যবান এবং দেশের হয়ে খেলা ও ম্যাচ জেতা নিয়ে আমিই খুবই উদগ্রীব। টেস্ট স্কোয়াডে থাকতে পেরে আমি রোমাঞ্চিত যেটা আবার আইসিসি চ্যাম্পিয়নশিপের অংশ এবং আমি সামনের দিকে ফেব্রুয়ারিতে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে তাকিয়ে আছি যদি সুযোগ পাই।’

অন্যদিকে গতমাসে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য বোর্ডের দেওয়া প্রস্তাবে রাজি হননি ফিন অ্যালেন। তাই নিয়মিত তাকে দেখা যাবেনা জাতীয় দলে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy