২ পরিবর্তন নিয়ে লর্ডস টেস্টের একাদশ ঘোষণা শ্রীলঙ্কার
ইংল্যান্ডের বিপক্ষে চলমান তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের একাদশ ঘোষণা করেছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার লর্ডসে শুরু হবে দ্বিতীয় টেস্ট। আগেই একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড, ম্যাচের আগেরদিন একাদশ জানিয়েছে শ্রীলঙ্কাও।
প্রথম টেস্টের একাদশ থেকে দুইটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা লঙ্কানদের একাদশে থেকে বাদ পড়েছেন কুশল মেন্ডিস ও বিশ্ব ফার্নান্দো। তাদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন পাথুম নিশাঙ্কা ও বিশ্ব ফার্নান্দো। প্রথম টেস্টে ভালো করতে পারেননি কুশল মেন্ডিস। মাত্র ২৪ রান করেছেন দুই ইনিংস মিলিয়ে। এর আগে সর্বশেষ সিরিজে বাংলাদেশের বিপক্ষে ফিফটির আগে টানা সাত ইনিংসে ব্যর্থ হয়েছিলেন মেন্ডিস।
ভালো করতে পারেননি ফার্নান্দোও। প্রথম ইনিংসে দুই উইকেট শিকার করলেও নির্বিষ বোলিংয়ে উইকেটশূন্য ছিলেন দ্বিতীয় ইনিংসে। মেন্ডিসের পরিবর্তে খেলবেন পাথুম নিশাঙ্কা। দুই বছর পর টেস্ট খেলবেন এই ব্যাটার। এখন পর্যন্ত ৯ টি টেস্ট খেলে ৩৮.৩৫ গড়ে এক সেঞ্চুরি ও ৫ ফিফটি করেছেন এই ডানহাতি ব্যাটার। একাদশে সুযোগ পাওয়া পেসার লাহিরু কুমারা সর্বশেষ টেস্ট খেলেছেন গত মার্চ-এপ্রিলে বাংলাদেশের বিপক্ষে। টেস্টে এখন পর্যন্ত ৮৫টি উইকেট শিকার করেছেন এই পেসার।
কুমারা ছাড়াও পেস বিভাগে আছেন আসিথা ফার্নান্দো, মিলান রত্নায়েকেরা৷ অলরাউন্ডার হিসেবে আছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিন্দু মেন্ডিস, অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভারা।
লর্ডস টেস্টের শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে, নিশান মাধুস্কা, পাথুম নিসাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দীনেশ চান্দিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, মিলান রত্নায়েকে, প্রবাথ জয়সুরিয়া, আসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা।