অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ সোমবার নেপালের আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ।
ম্যাচে প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে গেলেও পরে ভারত সমতা ফেরায়। নির্ধারিত সময়ে ১-১ ড্র থাকায় ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে ৩৫ মিনিটে আসাদুল মোল্লার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে ৭৫ মিনিটে গোল করে ম্যাচে সমতা আনে ভারত।
তারপর দুই দলই ব্যবধান বাড়ানোর চেষ্টা করেও পারেনি। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে ফাইনালে মারুফুল হকের দল। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল।
শেষেও অবশ্য নাটক কম ছিল না। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ভারতীয় গোলরক্ষকের পথ আটকানোয় লাল কার্ড দেখেন বাংলাদেশের কামাকাই মারমা। ৯০ মিনিট শেষে ব্যবধান ১-১ থাকলে খেলা গড়ায় টাইব্রেকারে। আসিফও পেয়ে যান শাপমোচনের সুযোগ। প্রথম পেনাল্টিতেই ভারতের থাংলালসুন গাংতের নেওয়া শট ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন তিনি। পরের তিনটি শট অবশ্য আটকাতে ব্যর্থ হন এই গোলরক্ষক। তবে শেষ পেনাল্টি নিতে আসা আকাশ তিরকের শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন তিনি। রুখে দেন ভারতের ফাইনালে যাওয়ার পথও।
বাংলাদেশ অবশ্য একটি শট কম নিয়েছে। তবে চারটি শটের প্রতিটিতেই গোল এনে দেন- পিয়াস আহমেদ নোভা, মইনুল ইসলাম মইন, শাকিল আহাদ তপু ও আশরাফুল হক আসিফ। ফাইনালে আগামী ২৮ আগস্ট স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।