বদলে গেলো বাংলাদেশ ও পাকিস্তান দ্বিতীয় টেস্টের ভেন্যু
দর্শকহীন অবস্থাতে হওয়ার কথা ছিল পাকিস্তান-বাংলাদেশের দ্বিতীয় টেস্ট। সিরিজ শুরুর তিনদিন আগে বদলে গেলো সেই ভেন্যু! দ্বিতীয় টেস্টের জন্য করাচির বদলে রাওয়ালপিন্ডিতেই সেই টেস্টের ভেন্যু সরিয়ে নেওয়া হয়েছে। তাতে দুই টেস্টই এখন একই ভেন্যুতে মাঠে গড়াবে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ আগস্ট। প্রথম টেস্ট ২১ আগস্ট।
ভেন্যু সরিয়ে নেওয়ার কারণ হিসেবে করাচি স্টেডিয়ামে চলমান সংস্কার কাজের কথাই বলা হয়েছে। যাতে করে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে করাচির জাতীয় স্টেডিয়াম প্রস্তুত করে ফেলা যায়। ভেন্যু বদলে ফেলায় এখন দর্শকের উপস্থিতিতেও বাধা থাকছে না। দ্বিতীয় টেস্টেও থাকছে দর্শক।
রবিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নির্ধারিত সময়ের মধ্যে ভেন্যু প্রস্তুতি নিয়ে নির্মাণ বিশেষজ্ঞরা দিক নির্দেশনা দিয়েছেন। তারা বলেছেন, খেলা চলাকালীন যখন নির্মাণকাজ চলবে, তখনকার শব্দদূষণ ক্রিকেটারদের বিরক্তির কারণ হবে। এ ছাড়া নির্মাণকাজের সময় ছড়িয়ে পড়া ধুলো খেলোয়াড়, অফিশিয়াল, ব্রডকাস্টার ও মিডিয়া কর্মীদের স্বাস্থ্যগত সমস্যায় ফেলবে।’
তাছাড়া নির্বিঘ্নে সংস্কার কাজ চালিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মাঠ প্রস্তুত করে ফেলার বিষয়ও আছে। তাই সব দিক বিবেচনা করেই টেস্ট রাওয়ালপিন্ডিতে করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।