খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪

ফেলপসের রেকর্ড ভাঙলেন ফ্রেঞ্চ তরুণ লিওঁ মারশাঁ

অলিম্পিকে সুইমিং ইভেন্টের নাম যতবারই সামনে আসবে, ততবারই উচ্চারিত হবে মাইকেল ফেলপসের নাম। অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বেশি ২৩ সোনা তার নামের পাশে। সাঁতারের রেকর্ডে তাকে একক সম্রাট বললেও খুব একটা অত্যুক্তি হয় না। সেই মাইকেল ফেলপসের রেকর্ডই এবারের অলিম্পিকে ভাঙলেন ফ্রান্সের লিওঁ মারশাঁ।

মারশাঁ নিজেকে সাঁতারের পুলে জানান দিয়েছেন বেশ কয়েকবছর ধরেই। ২০২২ সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার ও ৪০০ মিটার মিডলেতে সোনা এবং ২০০ মিটার বাটারফ্লাইয়ে পেয়েছিলেন রুপা। ২০২৩ সালে এসে ২০০ মিটার মিডলে, ৪০০ মিটার মিডলে ও ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে জিতেছেন সোনা। এবার ২০২৪ সালে এসে ফেল্পসের অলিম্পিক রেকর্ড ভাঙলেন তিনি।

বর্তমানে ৪০০ মিটার মিডলেতে বিশ্ব রেকর্ডের মালিক মারশাঁ। প্যারিসের লা ডিফেন্স অ্যারেনাতে পুলে নেমে এই ইভেন্টেই ভেঙেছেন ২০০৮ বেইজিং অলিম্পিকে সাঁতার কিংবদন্তি মাইকেল ফেলপসের গড়া রেকর্ড। ৪ মিনিট ০২.৯৫ সেকেন্ড সময় নিয়েছেন মারশাঁ। বেইজিংয়ে ফেলপস সময় নিয়েছিলেন ৪ মিনিট ০৩.৮৪ সেকেন্ড।

২০২৩ সাল পর্যন্ত এটিই ছিল বিশ্ব রেকর্ড। গত বছর জাপানে ৪ মিনিট ০২.৫০ সেকেন্ড সময় নিয়ে ফেলপসের রেকর্ড ভাঙেন মারশাঁ। এই ইভেন্টে ৪ মিনিট ০৮.৬২ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন জাপানের তোমোইয়ুকি মাতসুশিতা। ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের কারসন ফস্টার।

সাঁতারে আরেক ইভেন্ট ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকেও দেখা গেল নতুন সোনাজয়ীকে। টানা দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়ন অ্যাডাম পিটিকে পেছনে ফেলে রীতিমতো বিষ্ময়ের জন্ম দিয়েছেন ইতালির নিকোলো মার্তিনেঙ্গি। ৫৯.০৩ সেকেন্ড সময় নিয়ে পেয়েছেন স্বর্ণপদক।

রিও ও টোকিওতে সোনাজয়ী পিটি পেয়েছেন রুপা। ব্রেস্ট স্ট্রোকের বিশ্ব রেকর্ডের মালিক ব্রিটিশ তারকা পিটি সময় নিয়েছেন ৫৯.০৫ সেকেন্ড। পিটির সমান সময় নিয়ে যৌথভাবে রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের নিক ফিঙ্কও।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy