অলিম্পিকে নিজের রেকর্ড প্যারিসে ভাঙলেন ম্যাককিওন
টোকিও অলিম্পিকসে নারীদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে রেকর্ড গড়ে সোনা জিতেছিলেন কাইলি ম্যাককিওন। স্বর্ণ ধরে রাখার মিশনে প্যারিসে ফের সুইমিং পুলে ঝড় তুললেন অস্ট্রেলিয়ার এই সাঁতারু। নিজের রেকর্ড ভেঙে জিতলেন গোল্ড। নাম তুললেন বিশেষ এক তালিকায়।
প্যারিসের লা ডিফঁসা অ্যারেনায় ৫৭.৩৩ সেকেন্ড টাইমিং করে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জেতেন কাইলি ম্যাককিওন। আগের রেকর্ডটিও ছিল তার। টোকিও অলিম্পিকে ৫৭.৪৮ সেকেন্ড টাইমিংয়ে সাঁতার শেষ করেছিলেন ২৩ বছর বয়সী ম্যাককিওন। এতে অলিম্পিকসে তিনটি করে ব্যক্তিগত ইভেন্টে সোনা জয়ী আরিয়ান টিটমাস, ইয়ান থর্প ও ডন ফ্রেজারের পাশে বসলেন তিনি। টোকিও অলিম্পিকসে ২০০ মিটার ব্যাকস্ট্রোকেও সেরা হয়েছিলেন তিনি। ম্যাককিওনের সেরা হওয়ার দিনে ৫৭.৬৬ সেকেন্ডে সাঁতার শেষ করে সিলভার জেতেন যুক্তরাষ্ট্রের রেগান স্মিথ। যুক্তরাষ্ট্রের আরেক সুইমার ক্যাথেরিন বেরকফ ৫৭.৯৮ সেকেন্ড টাইমিংয়ে ব্রোঞ্জ জিতেছেন।
সোনা জয় এবং জোড়া রেকর্ড গড়ে উচ্ছ্বসিত কাইলি ম্যাককিওন বলেন, ‘দারুণ এক অনুভূতি হচ্ছে। ইতিহাসের অংশ হতে পারা দারুণ ব্যাপার। আশা করি, সপ্তাহের বাকি অংশে এই ছন্দ টেনে নিয়ে যেতে পারব।’