প্যারিস অলিম্পিকে ৪০০ মিটার মিক্সড রিলের হিটে বিশ্ব রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র
৪০০ মিটার মিক্সড রিলের হিটেই বিশ্ব রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র। গত বছর বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের গড়া রেকর্ড প্যারিস অলিম্পিকসে এসে ভেঙেছে তারা।
স্তাদে দে ফ্রান্সের ট্র্যাকে শুক্রবার ৪ গুণিতক ৪০০ মিটার মিক্সড রিলের হিটে ৩ মিনিট ০৭ দশমিক ৪১ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়ে যুক্তরাষ্ট্র।
হিটের ট্র্যাকে গতির ঝড় তোলেন ভার্নন নরউড, শামিয়ের লিটল, ব্রাইস ডেডমোন এবং কাইলিন ব্রাউন। এই রিলে ইভেন্টে প্রতিটি দলের হয়ে দুজন করে পুরুষ ও নারী অ্যাথলেট দৌড়ান।
গত বছর বুদাপেস্টে ৩ মিনিট ০৮ দশমিক ৮০ সেকেন্ড টাইমিং করে আগের বিশ্ব রেকর্ডটি গড়েছিল যুক্তরাষ্ট্র। সেবার যুক্তরাষ্ট্রের মিক্সড দলে ছিলেন জাস্টিন রবিনসন, রোজি ইফিং, ম্যাথু বোলিং, অ্যালেক্সিস হোমলেস ও রায়ান উইলি।
রেকর্ড গড়ে সোনা জয়ের লড়াইয়ে দৌড়াননি রায়ান উইলি। হিট ও ফাইনালের মধ্যে এক জন বদলি খেলানোর সুযোগ থাকায় বুদাপেস্টের আসরে মিক্সড দলে ছিলেন পাঁচ জন অ্যাথলেট।