সেমি-ফাইনাল খেলতে প্রস্তুত নাইজেরিয়ার ওসিমেন
সেমি-ফাইনালে বুধবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নাইজেরিয়া। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ১১টায়।
ম্যাচটি খেলতে প্রথমে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন ওসিমেনকে ছাড়াই কোত দি ভোয়ার বুয়াকে শহরে পৌঁছায় নাইজেরিয়া দল। আগের রাতে যাত্রা শুরুর ঠিক আগে এক বিবৃতিতে তারা জানিয়েছিল, পেটের সমস্যায় ভুগছেন ওসিমেন।
তবে পরদিন শর্তসাপেক্ষে তাকে কেবল দলের সঙ্গে যোগ দিতে যাত্রার অনুমতি দেয় চিকিৎসকরা। খানিক পরেই অবশ্য আরেক বিবৃতিতে জানানো হয়, নাপোলি স্ট্রাইকারকে খেলারও ছাড়পত্র দেওয়া হয়েছে।
“ভিক্টো ওসিমেন এখন পুরোপুরি সুস্থ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমি-ফাইনাল খেলতে প্রস্তুত। তিনি বুয়াকেতে দলের সঙ্গে যোগ দিয়েছেন এবং আজ দলের সঙ্গে অনুশীলনও করেছেন।”
আফ্রিকা মহাদেশের ২০২৩ সালের বর্ষসেরা সতীর্থকে ফিরে পেয়ে নিশ্চিতভাবেই উজ্জীবিত থাকবে নাইজেরিয়া। তাকে ঘিরেই যে গড়ে ওঠে তাদের আক্রমণ। টুর্নামেন্টে এখন পর্যন্ত দলটির ৬ গোলের চারটিতেই জড়িয়ে আছেন নাপোলির গত মৌসুমের সেরি আ জয়ের নায়ক ওসিমেন।