নাদাল-জোকোভিচদের নিয়ে সৌদি আরবে ‘কিংস স্ল্যাম’
আগামী অক্টোবরে সৌদি আরবের কোর্টে দেখা যাবে রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচের মতো টেনিস তারকাদের। সেখানে একটি প্রদর্শনী টুর্নামেন্টে খেলেবেন তারা।
‘দা সিক্স কিংস স্ল্যাম’ নামের এই টুর্নামেন্টে খেলবেন আরও তিন গ্র্যান্ড স্ল্যাম জয়ী কার্লোস আলকারাস, দানিল মেদভেদেভ ও ইয়ানিক সিনার। খেলবেন ২০ বছর বয়সী ডেনিশ খেলোয়াড় হোলগার রুনও।
প্রদর্শনী ইভেন্টগুলো সাধারণত এটিপি মৌসুমের বিরতি সময় বা শেষ হওয়ার পর হয়ে থাকে। তবে সৌদি আরবের টুর্নামেন্ট হবে এটিপি মৌসুমের মাঝেই। অক্টোবরে শুরু হয়ে যাবে সাংহাই ও প্যারিস মাস্টার্স ১০০০ টুর্নামেন্ট।
গত মাসে সৌদি আরব টেনিস ফেডারেশনের দূত হিসেবে চুক্তি করেন নাদাল। ২২ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী স্প্যানিশ তারকা সৌদিতে খেলতে অধীর হয়ে অপেক্ষা করছেন।
“এরই মধ্যে অন্য টেনিস খেলোয়াড়রা সেখানে খেলেছে। প্রথমবারের মতো রিয়াদে খেলার জন্য আমি মুখিয়ে আছি।”