অস্ট্রেলিয়ার পেসারদের দাপটে দিশেহারা ক্যারিবীয়রা
এক ঝাঁক অনভিজ্ঞ ক্রিকেটার নিয়ে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তারুণ্য নির্ভর দল নিয়ে ক্যারিবীয়রা কেমন করে সেটা নিয়ে আগ্রহ ছিল অনেকের। কিন্তু অ্যাডিলেডে যা হবার তাই হয়েছে। টেস্টের প্রথম দিনেই অস্ট্রেলিয়ার পেসারদের দাপটে ক্যারিবীয়রা গুটিয়ে গেছে মাত্র ১৮৮ রানে। ক্যারিবীয়দের গুটিয়ে দেওয়ার পেছনে বড় অবদান রেখেছেন দুই অজি পেসার জশ হ্যাজলউড ও অধিনায়ক প্যাট কামিন্সের। দুইজনেরই শিকার চারটি করে উইকেট।
যার শুরুটা করেছিলেন কামিন্স, তাগনারায়ন চন্দরপলকে আউট করে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। টপ অর্ডারের কেউই সেভাবে দাঁড়াতে পারেনি। শুধু ব্যতিক্রম দ্বিতীয় টেস্ট খেলতে নামা কার্ক ম্যাকেঞ্জি, করেছেন ফিফটি। ৫০ ছোঁয়ার পরেই হ্যাজলউডের বলে উইকেটের পেছনে ক্যারির হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
টেস্টে অস্ট্রেলিয়ার ১১তম বোলার হিসেবে ২৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন হ্যাজলউড। ১৩৩ রানে নবম উইকেট হারালেও শেষ দিকে প্রতিরোধ গড়েন কেমার রোচ ও প্রথম টেস্ট খেলতে নামা পেসার সামার জোসেফ। দুইজনের দৃঢ়তায় ক্যারিবীয়দের ইনিংস থামে ১৮৮ রানে।
৪১ বলে জোসেফ করেন ৩৬ রান, আর রোচের ব্যাট থেকে আসে ১৭ রান।
দিনের শেষ সেশনে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। অজিদের হয়ে প্রথমবার টেস্টে ওপেন করতে নেমে শুরুটা ভালো হয়নি স্টিভেন স্মিথের। ২৬ বল খেলে ফিরেছেন মাত্র ১২ রান করে। ক্যারিয়ারে প্রথম বলেই স্মিথকে ফিরিয়ে স্মরণীয় করে রেখেছেন সামার জোসেফ। বেশিক্ষণ টিকতে পারেননি মার্নাস লাবুশেনেও। জোসেফের বলে মতিয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে করেন ১০ রান। আরেক ওপেনার উসমান খাজা অবশ্য দেখে শুনে ব্যাট চালিয়েছেন, অপরাজিত আছেন ৩০ রানে। আগামীকাল তার সঙ্গে ব্যাট করতে নামবেন ৬ রানে অপরাজিত থাকা ক্যামেরন গ্রিন। ক্রিকইনফো
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৬২.১ ওভারে ১৮৮ (ব্র্যাথওয়েট ১৩, তেজনারাইন ৬, ম্যাকেঞ্জি ৫৫, আথানেজ ১২, হজ ১২, গ্রিভস ৫, জসুয়া ৬, আলজারি ১৪, মোটি ১, রোচ ১৭*, শামার ৩৬; স্টার্ক ১২-৫-৩৭-১, হেইজেলউড ১৫-৬-৪৪-৪, কামিন্স ১৭-৫-৪১-৪, লায়ন ১২.১-২-৩৬-১, মার্শ ২-১-৫-০, গ্রিন ৪-১-১২-০)।
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২১ ওভারে ৫৯/২ (স্মিথ ১২, খাওয়াজা ৩০*, লাবুশেন ১০, গ্রিন ৬*; রোচ ৭-১-২১-০, আলজারি ৭-০-১৯-০, শামার ৬-১-১৮-২, মোটি ১-০-১-০)।