অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে বাংলাদেশের আম্পায়ার শরফুদৌল্লাহ ইবনে শহীদ সৈকত
আগামী ১৭ জানুয়ারি অ্যাডিলেডে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টে টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন সৈকত। ব্রিসবেনে এরপর দিবারাত্রীর টেস্টে অন ফিল্ড আম্পায়ারদের একজন থাকবেন তিনি। টেস্ট সিরিজ পর দু’দলের ওয়ানডে সিরিজেও দায়িত্ব পালন করতে দেখা যাবে তাকে।
এই সিরিজে ম্যাচ রেফারি হিসেবে থাকবেন জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফট। অন্য দুই নিরপেক্ষ আম্পায়ারের ভারতে নিতিন মেনন ও দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টোক।
নিরপেক্ষ আম্পায়ার হিসেবে টেস্ট ম্যাচে এর আগে একজন বাংলাদেশি সুযোগ পেয়েছিলেন। ২০১২ সালে জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের মধ্যকার টেস্টে আম্পায়ার ছিলেন এনামুল হক মনি। তবে এখনো পর্যন্ত আইসিসির এলিট প্যানেলে ঠাঁই পাননি বাংলাদেশের কেউ। আইসিসির আগামী এলিট প্যানেলে প্রবেশের খুব কাছে আছেন সৈকত।
প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, ‘আমি খুব গর্বিত, দেশের বাইরে নিরপেক্ষ টেস্ট ম্যাচ পরিচালনা করব কাজেই খুবই ভালো লাগা কাজ করছে।’