দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের দিন-তারিখ ঘোষণা করতে কিছুটা সময় নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নির্বাচনের পরেই আগামী ১৯ জানুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের দশম আসর। উদ্বোধনী দিনে অপর ম্যাচে লড়বে সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
গত বারের মতো এবারও দেশের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিপিএল। উদ্বোধনী ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ২৬ জানুয়ারি থেকে হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ফের ঢাকায় ফিরে ১৩ ফেব্রুয়ারি বিপিএল চলে যাবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
প্রায় দেড় মাসব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১ মার্চ। আবহাওয়ার কথা মাথায় রেখে নকআউট পর্বে ম্যাচের জন্য একদিন রিজার্ভ ডে রাখা কথা রয়েছে। উদ্বোধনী এবং ফাইনাল সহ সব নকআউট পর্বের ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। গতবারের মতো এবারও সাতটি দল অংশ নিচ্ছে বিপিএলে। বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স এবং ফরচুন বরিশালের সঙ্গে এবার নতুন নামে আসছে ঢাকার ফ্র্যাঞ্চাইজি দুর্দান্ত ঢাকা।