শর্তসাপেক্ষে প্যারিস অলিম্পিকে অংশগ্রহণের অনুমতি পেল রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটরা
২০২৪ সালের প্যারিস অলিম্পিকে অংশ নিতে পারবেন রাশিয়া এবং বেলারুশের অ্যাথলেটরা। নিরপেক্ষ ক্রীড়াবিদ হিসাবে প্যারিসের আসরে এই দুই দেশের অ্যাথলটেদের খেলার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন অলিম্পিক প্রধানেরা। অবশ্য এই সবুজ সংকেতের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে কিছু কঠিন শর্তও। দলীয় ইভেন্টের বাইরে অংশ নিতে পারবেন রুশ এবং বেলারুশদের অ্যাথলেটরা।
তবে এক্ষেত্রে চলমান ইউক্রেন যুদ্ধে সমর্থন দিতে পারবেন না তাঁরা। ২০২৪ সালের ২৬ জুলাই উদ্বোধন হবে প্যারিস অলিম্পিকসের। আর পর্দা নামবে ১১ আগস্ট। এখনও পর্যন্ত রাশিয়ার ৮ জন এবং বেলারুশের তিনজন অ্যাথলেট নিরপেক্ষ ক্রীড়াবিদ হিসাবে প্যারিস অলিম্পিকে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি(আইওসি)। আইওসি শুক্রবার বিবৃতি দিয়ে জানায়, এই দুই দেশের অ্যাথলেটদের নিজ দেশের পতাকা, প্রতীক বা জাতীয় সঙ্গীত ছাড়া অলিম্পিকে খেলতে হবে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের প্রেক্ষিতে রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদদের নিষিদ্ধ করা হয়েছিল।