প্রোটিয়াদের পেস সামলে ডাচদের লড়াকু সংগ্রহ
ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টসে জিতে আগে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া ম্যাচ নেমে আসে ৪৩ ওভারে। ব্যাটিংয়ে নেমে শুরুটা খুব একটা ভালোভাবে করতে পারেনি নেদারল্যান্ডস। শুরুতে কিছুটা নড়বড়ে ছিল তাদের ব্যাটিং। উদ্বোধনী জুটি থেকে রান আসে ২২। ১৬ বলে ২ রান করে সাজঘরে ফিরে যান বিক্রমজিত সিং।
পরের ওভারে আউট হন তার ওপেনিং সঙ্গী ম্যাক্স ও’দাউদও। ২৫ বলে ১৮ রান করে সাজঘরে ফিরে যান তিনি। প্রোটিয়া পেসারদের বোলিং তোপে একের পর এক উইকেট হারাতে থাকে তারা। দলের ৪০ রানের মাথায় আউট হন তারকা অলরাউন্ডার বাস ডি লিড। ৭ বলে ২ রান করেন তিনি।
শেষ দিকে লড়াই করার চেষ্টা চালান স্কট এডওয়ার্ডস এবং রোলফ ভ্যান ডার মারউই। ইনিংসের একদম শেষ দিকে গিয়ে যেন কিছুটা হাফ ছেড়ে বাঁচার সুযোগ পায় নেদারল্যান্ডস। দলপতি এডওয়ার্ডস ব্যাট হাতে ছিলেন বেশ সাবলীল। আরেক প্রান্তে তার সাথে ক্রিজে জমে যান মারউই। ইনিংসের একদম শেষ বেলায় গিয়ে যেন আলোর দিশা পায় নেদারল্যান্ডস। দুই প্রান্তেই বেশ আগ্রাসী ব্যাটিং করতে থাকেন এডওয়ার্ডস এবং মারউই। এতক্ষণ ডাচ ব্যাটারদের অগ্নিপরীক্ষা নিতে থাকা প্রোটিয়া বোলারদেরই যেন এবার চাপে ফেলে দেন দুজন।