বড় লিডের পথে অস্ট্রেলিয়া, হারের শঙ্কায় ভারত
তৃতীয় দিনেনর আজিঙ্কা রাহানে ও শার্দুল ঠাকুরের জুটিতে ফলোঅন এড়ালেও বড় রানে পিছিয়ে পড়ে ভারত। ১৭৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে অবশ্য বল হাতে শুরুটা ভালোই হয়েছে রোহিত শর্মার দলের। দ্রুতই ফিরে গেছেন অজিদের আগের ইনিংসের দুই সেঞ্চুরিয়ন স্টিভেন স্মিথ ও ট্রাভিস হেড। এরপর দলের হাল ধরেন মার্নাস লাবুশানে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের তৃতীয় দিন শেষে স্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ১২৩ রান। ২৯৬ রানের লিড নিয়ে মাঠে নামবে চতুর্থ দিনে। ১১৮ বলে চারটি চারে ৪১ রানে অপরাজিত তিনি আর গ্রিনের রান ৭।
এর আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৫ উইকেটে ১৫১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। আজ স্কোরবোর্ডে মাত্র এক রান যোগ হতেই বিদায় নেন উইকেটরক্ষক ব্যাটার শ্রীকর ভারত।
এরপর শার্দুল ঠাকুরকে নিয়ে লড়াই শুরু করেন রাহানে। দুজনে মিলে গড়েন ১০৯ রানের জুটি। দলীয় ২৬১ রানে ব্যক্তিগত ৮৯ রান করা রাহানের বিদায়ে ভাঙে জুটি। শার্দুল পরে ফিফটি তুলে নিলেও দ্রুত ফেরেন।
এই ডানহাতি ব্যাটারের ব্যাট থেকে আসে ৫১ রান। দুই রানে শেষ দুই উইকেট হারিয়ে ২৯৬ রানে অলআউট হয় রোহিত শর্মার দল।