তুর্কেমেনিস্তানকে ৬ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা
এএফসি অনূর্ধ্ব–১৭ চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ।
সিঙ্গাপুরের জানান বিসার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তুর্কেমেনিস্তানকে ৬-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।
খেলার সময় ৫ মিনিটের মধ্যে বাংলাদেশ এগিয়ে যায় দুই গোলে। প্রথমার্ধ শেষ হওয়ার আগ মুহূর্তে করে আরও গোল। সেই ধারাবাহিকতা ছিল শেষার্ধেও। তাতে তুর্কেমেনিস্তানের বিপক্ষে ৬-০ গোলের বড় জয় পেয়েছে লাল-সবুজরা।
৩ মিনিটে গোলের খাতা খোলেন মিডফিল্ডার পূজা দাস। ৫ মিনিটে ফরোয়ার্ড থুইনুয়ে মরমা করে ২–০। তার আগে ৩৯ মিনিটে ডিফেন্ডার ও অধিনায়ক রুমা আক্তার করেন ৩–০।
৫৩ মিনিটে তার পা থেকে এসেছে আরেকটি গোল আরেকটি গোল আসে থুইনুইয়ের পায়ে। সেটি ছিল দলের চতুর্থ গোল।
৬০ মিনিটে পেনাল্টিতে ৫–০ করেন ফরোয়ার্ড সুরভি। ৮২ মিনিটে ষষ্ঠ ও শেষ গোলটি এসেছে পেনাল্টিতে, এটি করেন বদলি ফরোয়ার্ড শ্রীমতি তৃষ্ণা।
বাংলাদেশের মেয়েদের দ্বিতীয় ও শেষ ম্যাচ ৩০ এপ্রিল। প্রতিপক্ষ স্বাগতিক সিঙ্গাপুর।