আর্জেন্টাইন ক্লাবে খেলবেন জামাল ভূঁইয়া!
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল ডি মায়োতে খেলার প্রস্তাব পেয়ে তা গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের তারকা মিডফিল্ডার জামাল ভূঁইয়া।
তবে আর্জেন্টাইন ক্লাবে খেলতে হলে জামালের ঘরোয়া ক্লাব শেখ রাসেলের ছাড়পত্র নিতে হবে। যা এখনও নেননি তিনি। এ প্রসঙ্গে গতকাল জামাল ভূঁইয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,‘সোল ডি মায়োতে খেলতে হলে শেখ রাসেল থেকে আমাকে আগে ছাড়পত্র নিতে হবে। সেই ছাড়পত্র পেতে আমি আগামীকাল (আজ) রাসেল কর্তৃপক্ষকে চিঠি দেব।
মূলত শেখ রাসেলের কাছ থেকে ছাড়পত্র পাওয়ার উপরই নির্ভর করছে আমার আর্জেন্টাইন ক্লাবে খেলা।’ আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের দাবি, সোল দে মায়ো’র সঙ্গে ইতোমধ্যে চুক্তি সেরে ফেলেছেন জামাল। ওই ক্লাবের কর্মকর্তারা সোমবার ঘোষণা দিয়েছেন, শিঘ্রই দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন জামাল ভূঁইয়া। জানা গেছে, শেখ রাসেল থেকে এখন যে পারিশ্রমিক পান জামাল, আর্জেন্টিনার ক্লাবে নাকি পাবেন এর প্রায় দ্বিগুণ।