একদল টুর্নামেন্টে রান বন্যার পাশাপাশি বল হাতেও ছড়ি ঘুরাচ্ছে; অন্যদিকে আরেকদল টানা ব্যর্থতায় পায়ের নিচে মাটিই খুঁজে পাচ্ছে না। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বিপিএলের ২০তম ম্যাচে মুখোমুখি হয়েছিলো পয়েন্ট তালিকার দুই ও সাত নম্বর দল। যেখানে ১৪ রানে বরিশালের কাছে হেরে গেছে ঢাকা।
সাকিবদের ১৭৩ রানের জবাবে নির্ধারিত ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি করেছে ১৬০ রান। চেষ্টা করেও দলকে জয়ের স্বাদ এনে দিতে পারেননি ঢাকার অধিনায়ক নাসির হোসেন। শেষ পর্যন্ত ৩৬ বলে ৫৪ রান নিয়ে অপরাজিত ছিলেন তিনি।
চতুর্থ উইকেট জুটিতে মিঠুন ও নাসির মিলে ৬০ বলে ৮৯ রান যোগ করেন। ফলে একটা সময় পর্যন্ত বেশ ভালোভাবেই ম্যাচে ছিল ঢাকা। ১২ বলে ৩১ রানের সমীকরণ ছিল ঢাকার সামনে। তবে ১৯তম ওভারে মিঠুনকে ফিরিয়ে জুটি ভাঙেন মোহাম্মদ ওয়াসিম। ঢাকাও আর পেরে ওঠেনি।
মিঠুন ৩৮ বলে ৪৭ রান করেন ২ চার ও ৩ ছক্কায়। এ ছাড়া উসমান গনি ১৯ বলে ৩০, সৌম্য সরকার ১৫ বলে ১৬ রান করেন। বরিশালের পক্ষে ১টি করে উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম, চতুরঙ্গ ডি সিলভা ও করিম জানাত।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৭৩ রানের পুঁজি গড়ে ফরচুন বরিশাল। আগের ম্যাচে অপরাজিত সেঞ্চুরি উপহার দেওয়া ইফতিখার ৩৪ বলে অপরাজিত ৫৬ রান করেছেন। ৫ চারের সঙ্গে হাঁকিয়েছেন ২ ছক্কা। মাহমুদউল্লাহ খেলেছেন ৩১ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংস। ষষ্ঠ উইকেটে দুজন অবিচ্ছিন্ন থেকে যোগ করেন ৫৭ বলে ৮৪ রান। অধিনায়ক সাকিব আল হাসান ১৭ বলে ৩০ রান করেন ৪ চার ও ১ ছক্কায়।
৬ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে বরিশাল। তাদের সমান পয়েন্ট নিয়ে নেট রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে সিলেট স্ট্রাইকার্স।