বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শুরু হচ্ছে আজ। উদ্বোধনী দিনে মাঠে গড়াবে দুটি ম্যাচ। শুক্রবার (৬ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্ন্স ও সিলেট সিক্সার্স। বেলা ২টা ৩০ মিনিটে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
দিনের অপর ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। একই ভেন্যুতে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে ম্যাচটি। খেলা দুইটি সরাসরি দেখা যাবে নাগরিক টিভিতে।
সিলেট সিক্সার্সকে নেতৃত্ব দিচ্ছেন বিপিএলের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। চট্টগ্রামের দায়িত্ব উঠেছে শুভাগত হোমের কাঁধে। এছাড়া এবারও কুমিল্লা আস্থা রেখেছে ইমরুল কায়েসের ওপর। রংপুর রাইডার্সের দায়িত্বে থাকছেন নুরুল হাসান সোহান।