মেসি-নেইমার বিহীন পিএসজির হার দিয়ে শুরু নতুন বছর
আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা মেসি এখনও ছুটিকাটিয়ে ফেরেননি। আগের ম্যাচে দুটি হলুদ কার্ড দেখায় এই ম্যাচে খেলতে পারেননি নেইমার। ফলে মৌসুমে প্রথম হারের তিক্ত স্বাদ পেলো পিএসজি।মেসি নেইমারের অভাবটা ভালোভাবে টের পেলো পিএসজি।
বোলায়ের্ট ডেলিলিস স্টেডিয়ামে তাদের দুজনের অনুস্থিতি দলকে ভুগিয়েছে অনেকখানি। অন্যদিকে এমবাপ্পে খেললেও তাকে নিষ্প্রান হিসেবে দেখা গেছে। ফিরতে পারেননি নিজের রূপে।আক্রমণভাগের দুই তারকাকে ছাড়া মাঠে নেমে বছরের প্রথম ম্যাচেই হারল পিএসজি। লিগ আঁ-র দ্বিতীয় স্থানে লাঁস কিলিয়ান এমবাপ্পেদের হারিয়েছে ৩-১ ব্যবধানে।
এ জয়ে বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে পয়েন্ট তালিকায় ব্যবধানও কমিয়ে এনেছে লাঁস। ১৭ ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট ৪৪, লাঁসের ৪০।