পেলের শেষকৃত্য কোথায় ও কবে
বৃহস্পতিবার রাতে ৮২ বছর বয়সে পরপারে পাড়ি জমান ফুটবল সম্রাট পেলে। গোটা বিশ্ব তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ। সোশ্যাল মিডিয়ায় শোক বার্তা, চলছে লিভিং লেজেন্ড পেলেকে স্মরণ। কিংবদন্তি এই ফুটবলারকে শেষযাত্রায় বিদায় জানাতে প্রস্তুত ফুটবল ভক্ত সমর্থকরা।
না ফেরার দেশে চলে যাওয়া ফুটবলের রাজা পেলের শেষকৃত্য অনুষ্ঠিত হবে তার বেড়ে উঠা অসংখ্য স্মৃতিবিজড়িত ক্লাব সান্তোসে। সান্তোসের হোম ভেন্যু বিয়া বেলমিরো স্টেডিয়ামে সোম ও মঙ্গলবার (৩ জানুয়ারি) দু’দিনব্যাপী হবে শেষকৃত্য। সেখানে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন ব্রাজিলের আপামর জনসাধারণ।
পেলের মরদেহ সোমবার (২ জানুয়ারি) সকাল ৮টায় আলবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হবে সান্তোসে। মরদেহ নিয়ে রাখা হবে স্টেডিয়ামে মাঠের ভেতর। সকাল ১০টায় স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য।
৩ জানুয়ারি সকালে পেলের মরদেহ নিয়ে ‘শেষযাত্রা’ হবে সান্তোসের রাস্তায়। কফিন বহন করে নিয়ে যাওয়া হবে কেলেস্তের সড়ক দিয়ে, যেখানে পেলের মা থাকেন। ১০০ বছর বয়সী পেলের মা শয্যাশায়ী।
অন্ত্যেষ্টিক্রিয়া শেষে পেলেকে মেমোরিয়া নেকরোপোল একিউমেনিকা নামের সমাধিস্থলে পরিবারের সদস্যদের উপস্থিতিতে সমাহিত করা হবে।