খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪

বিশ্বকাপ নিয়ে বীরের বেশে আর্জেন্টিনায় মেসিরা

0

লিওনেল মেসির নামের এক জাদুকরের জাদুকরি দু’পায়ে অপেক্ষা ঘুচেছে ৩৬ বছরের। ফুটবল পাগল দেশ আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতেছে। স্বপ্নের ট্রফি নিয়ে বিশ্বকাপের আয়োজক দেশ কাতার থেকে আজ আর্জেন্টিনা গিয়ে পৌঁছেছেন লিওনেল মেসি, অ্যাঞ্জেলো ডি মারিয়ারা।

কাতার থেকে ইতালি হয়ে বাংলাদেশ সময় আজ বেলা ১১টা ২৫ মিনিটে বিশ্ব চ্যাম্পিয়নদের বহনকারী বিমানটি আর্জেন্টিনার এজেইজা বিমানবন্দরে পৌঁছে। আর্জেন্টিনার স্থানীয় সময় তখন রাত ৩টা। আধা ঘণ্টা পর খেলোয়াড়রা নামতে শুরু করেন লিওনেল মেসিকে সামনে নিয়ে। অধিনায়কের হাতে স্বপ্নের সেই বিশ্বকাপ ট্রফি।

আর্জেন্টিনার জাতীয় দলের অধিনায়ক মেসির পাশে বিশ্ব চ্যাম্পিয়নের কোচ লিওনেল স্কালোনি। তারপর এক এক করে খেলোয়াড়রা বাসে উঠেন।

বিশাল একটি স্ট্রিট পার্টির জন্য প্রস্তুত গোটা আর্জেন্টিনা। আলবিসেলেস্তে তারকারা ভক্তদের সঙ্গে এবার আনন্দে মেতে উঠবেন। মঙ্গলবার ভোরের দিকে বুয়েনস আইরেসের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে বিশ্ব চ্যাম্পিয়নদের এক দফা অভ্যর্থনা দেওয়া হয়। বিজয়ী বীরদের সংবর্ধনা দিতে আর্জেন্টিনা সরকার একদিনের জাতীয় ছুটি ঘোষণা করেছে।

লিওনেল মেসিরা রোববার ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতার পর থেকেই আর্জেন্টিনার রাস্তায় নেমে আসে লাখো মানুষ। জয়ের কয়েক মুহূর্তের মধ্যেই হাতে পতাকা, মাথায় হ্যাট, গায়ে প্রিয় দলের সেই হালকা নীল ও সাদা জার্সি পরে রাজধানী শহরের বিভিন্ন চত্বরে জড়ো হন ভক্তরা। উদযাপনে মেতে ওঠেন। বুয়েনস আইয়ারসে এখন উৎসবের নগরী। যেখানে এক মিলিয়নেরও বেশি মানুষ উদযাপন করেছে।

কাতারের লুসাইল স্টেডিয়ামে গেল রোববার ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতা থাকার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ের ৩০ মিনিটে। সেখানেও ১-১ গোলের সমতা তৈরী হওয়ায় পরবর্তীতে খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে লিওনেল মেসির দল জয় লাভ করে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy