বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের ধন্যবাদ জানালেন স্কালোনি
কাতারে চলছে ফুটবল বিশ্বকাপ। তবে বিশ্বকাপের উন্মাদনায় কাঁপছে বাংলাদেশও। বাংলাদেশ ফুটবল সমর্থকরা বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিল দলে বিভক্ত। দুদলের ম্যাচেই দেশের বিভিন্ন প্রান্তে ভক্তদের উন্মাদনা দেখা যায়।
আর্জেন্টিনার জয়ের পর বাংলাদেশে আনন্দ-উল্লাসের কমতি নেই। আকাশী সাদাদের প্রতি লাল সবুজের এই ভালোবাসার প্রতিদানও আর্জেন্টাইনরা দিচ্ছেন নানা মাধ্যমে। এবার সেই ধারাবাহিকতায় সংবাদ সম্মেলনে বাংলাদেশের মানুষদের আর্জেন্টিনাকে অকুণ্ঠ সমর্থ দেওয়ার জন্য ধন্যবাদ জানালেন মেসিদের কোচ লিওনেল স্কালোনি।
স্কালোনি জানান, ‘এটা জেনে খুবই ভালো লাগে। আমার মনে হয়, প্রথমে ডিয়েগো, পরে মেসির কারণে আর্জেন্টিনার সমর্থক বেড়েছে। বাংলাদেশে আমাদের এমন সমর্থন আছে জেনে আমি গর্বিত। বাংলাদেশ ছাড়াও অন্য অনেক দেশের মানুষও আমাদের সমর্থন করে।’
শনিবার রাত ১টায় শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।