নেদারল্যান্ডস-ইকুয়েডর ম্যাচ ড্র, বিশ্বকাপ থেকে বিদায় স্বাগতিক কাতারের
খলিফা আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামে চলছিল নেদারল্যান্ডস-ইকুয়েডর মধ্যকার ম্যাচ। আর অন্যদিকে বাজছিল স্বাগতিক কাতারের বিদায়ের ঘণ্টা। দু’দল মধ্যকার এই ম্যাচটি শেষ হয় ১-১ গোল ব্যবধানে। আর ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফিফা বিশ্বকাপের ২২তম আসর থেকে প্রথম দল হিসেবে বাদ পড়ল স্বাগতিক কাতার।
আল রাইয়ানের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুক্রবার ‘এ’গ্রুপের ম্যাচে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল। প্রথমার্ধে আসরের দ্রুততম গোল করে ডাচদের এগিয়ে দেন কোডি হাকপো। কিন্তু দ্বিতীয়ার্ধে গোলটি শোধ করে দেন ইকুয়েডরের এনের ভালেন্সিয়া।
এই ম্যাচের পর ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইকুয়েডর। তৃতীয় স্থানে থাকা সেনেগালের পয়েন্ট ৩। ২ ম্যাচ থেকে কোনো পয়েন্ট না পাওয়া স্বাগতিক কাতার এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে।