দেখতে দেখতে যতই শেষের দিকে গড়াচ্ছে টি-২০ বিশ্বকাপ; ততই রোমাঞ্চ ছড়াচ্ছে। আজ (বুধবার) তার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ক্রিকেটের দুই আন্ডার ডগ পাকিস্তান ও নিউজিল্যান্ড। ক্রিকেট সমর্থকদের চোখ থাকবে এই ম্যাচের দিকেই। সুপার-১২ থেকে সেমিফাইনালে উঠতে বেশ কাড়খড় পোহাতে হয়েছে পাকিস্তান দলকে। অন্যদিকে দারুণ ছন্দে রয়েছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের শুরুটা বেশ ভাল ছিল, কিন্তু পাকিস্তান সুপার-১২-এর শেষটা দারুণভাবে করেছে। পাকিস্তান এই টুর্নামেন্টে ৫টি ম্যাচ খেলে ২টিতে হেরেছে এবং ৩টিতে জিতেছে। বাবর আজমরা তাঁদের শেষ তিনটি ম্যাচে নেদারল্যান্ড,দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে হারিয়েছে।
পাশাপাশি,নিউজিল্যান্ড ৩টি ম্যাচ জিতেছে, একটিতে হেরেছে এবং একটি ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। শেষ তিন ম্যাচের মধ্যে নিউজিল্যান্ড জিতেছে ২টিতে। নিউজিল্যান্ড শ্রীলঙ্কাকে ৬৫ রানে এবং আয়ারল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে দিয়েছে। যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে তারা ২০ রানে হেরে গিয়েছে।
দুই দলের রেকর্ড বলছে, আইসিসি-র কোনও টুর্নামেন্টের সেমিফাইনালে এখনও একবারও পাকিস্তানকে হারাতে পারেনি নিউজিল্যান্ড। দুই দলই আইসিসি ইভেন্টের সেমিফাইনাল ম্যাচে তিনবার মুখোমুখি হয়েছে এবং তিনবারই পাকিস্তান জিতেছে। ১৯৯২, ১৯৯৯ ও ২০০৭ সালে তিনবার সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। প্রত্যেকবার ম্যাচ জিতেছে পাকিস্তান।