খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বৃহস্পতিবার, ২১শে নভেম্বর ২০২৪

পাকিস্তানের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ

0

প্রথম ম্যাচে দাপুটে জয় দিয়ে এশিয়া কাপে আধিপত্য ধরে রাখার মিশনটা শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে এসেই ছন্দ পতন স্বাগতিকদের। পাকিস্তানের কাছে ৯ উইকেটে হেরেছে নিগার সুলতানার দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৭০ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। জবাবে মাত্র ১ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।

ইনিংসের প্রথম ওভারে শেষ বলে বোল্ড হন আগের ম্যাচে ঝড়ো ব্যাটিং করা শামীমা সুলতানা। পরের ওভারে ফারজানা হক। অলরাউন্ডার রুমানা এসেও হাল ধরতে পারেননি। ৩ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়নরা। হাল ধরেন নিগার সুলতানা জ্যোতি-লতা। ১৯ বলে ১২ রান করেন লতা।সালমা অপরাজিত ছিলেন ২৯ বলে ইনিংস সেরা ২৪ রান করে।

৭১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লের ৬ ওভারে বিনা উইকেটে ৪০ রান করে দুই ওপেনার। উদ্বোধনী জুটিতে মুনীবা আলী ও সিদ্রা আমিন সহজ জয়ের পথে দলকে এগিয়ে নিতে থাকেন।

এরপর অধিনায়ক বিসমাহ মারুফ ও সিদ্রার ২৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয় তুলে নেয় পাকিস্তান। বিসমাহ ১২ ও সিদ্রা ৩৬ রানে অপরাজিত ছিলেন।

 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy