শীর্ষে ফিরল পিএসজি-বার্সা, ব্রাইটনে ধরাশায়ী লিভারপুল
রানীর মৃত্যুর শোক কাটিয়ে ফিরছে ফুটবল। ফিরেছে ইংলিশ প্রিমিয়ার লিগও। সেই বিরতি থেকে ফেরার দিনের ম্যাচে নাটকীয়তা দেখলো সমর্থকরা। নিজেদের আঙিনা অ্যানফিন্ডে ব্রাইটনের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে লিভারপুল। ওদিকে নিসকে হারিয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে শীর্ষে ফিরল চ্যাম্পিয়ন পিএসজি। অন্যদিকে লেভানডফস্কি জিতিয়েই যাচ্ছেন বার্সাকে।
লিয়ান্দ্রো ট্রোসার্ডের দুই গোলে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়ন। জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত লিভারপুলের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে তারা।
প্রিমিয়ার লিগের শনিবার অ্যানফিল্ডে ব্রাইটন ও লিভারপুলের জমজমাট ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে। ব্রাইটনের হয়ে অসাধারণ একটি হ্যাটট্রিক করেন লিয়ান্দ্রো ট্রোসার্ড। অন্যদিকে লিভারপুলের হয়ে জোড়া গোল করেন রবের্তো ফিরমিনো, অন্যটি আত্মঘাতী।
রাতের অন্যম্যাচে লেভানডফস্কির শুরুতে করা গোল শেষ পর্যন্ত আগলে রেখে স্বস্তির জয় নিয়ে ফিরল জাভি হারনান্দেসের দল। মায়োর্কার মাঠে লা লিগায় ১-০ গোলে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বার্সেলোনা।
টানা পাঁচ ম্যাচে জাল অক্ষত রেখে জিতল বার্সেলোনা। টানা ৬ জয়ের পথে তারা গোল করেছে মোট ১৯টি, হজম করেছে কেবল একটি।
এদিকে মেসি জাদুতে নিসের বিপক্ষে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। লিগ ওয়ানে শনিবার নিজেদের মাঠে প্রথমার্ধে লিওনেল মেসির ফ্রি-কিক গোল থেকে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল খায় প্যারিসের জায়ান্টরা। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার ৭ মিনিট আগে। কিলিয়ান এমবাপ্পের গোলে জয় নিশ্চিত করে পিএসজি।