মেসির গোড়া গোল, নেইমারের জোড়া অ্যাসিস্ট; আর্জেন্টিনা-ব্রাজিলের সহজ জয়
বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা এবং ব্রাজিল। আর্জেন্টিনার হয়ে ২টি গোল করেছে মেসি, ব্রাজিলের হয়ে ২টি অ্যাসিস্ট করেছে নেইমার।
শুক্রবার রাতে ঘানার বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। ম্যাচের নবম মিনিটেই বার্সেলোনার নতুন সাইনিং রাফিনহার অ্যাসিস্টে গোল করে দলকে এগিয়ে নেয় মার্কুইনোস। এরপর ২৮ মিনিটের সময় নেইমারের অ্যাসিস্টে স্কেরশীটে নাম ওঠায় স্পার্স তারকা রিচার্লিসন। এর ঠিক ৯ মিনিট পরেই নিজের ব্রেস সম্পন্ন করে এই ব্রাজিলিয়ান, এবারও অ্যাসিস্টদাতা নেইমার। এরপর আর গোল না হলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
অপরম্যাচে শনিবার সকালে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। ম্যাচের বয়স যখন ১৬ মিনিট, তখন মেসি পোস্ট থেকে ৪০ মিটার দূর থেকে বক্সে দুর্দান্ত এক ওভারহেড প্যাস দেয় পাপু গোমেজকে। গোমেজ শট না নিয়ে সেটা পৌঁছে দেয় লাউতারোর পায়ে এবং লাউতারো শর্টরেঞ্জ থেকে কোনো ভুল করেনি। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মেসি-লো সেলসো মিলে পেনাল্টি জিতে। স্পট কিক থেকে গোল করে দলকে দুই শূন্য গোলে এগিয়ে নেয় আর্জেন্টাইন ক্যাপ্টেন মেসি।
দ্বিতীয়ার্ধে অভিষেক হয় তুমুল আলোচিত আর্জেন্টাইন তরুণ মিডফিল্ডার এঞ্জো ফার্নান্দেজের। মাঠে নেমে ৫ মিনিটের মধ্যেই অ্যাসিস্ট করে বসে এই তরুণ-তুর্কি। ডুয়োল জিতে তার বাড়ানো বলে দারুণ একটা চিপ গোল করে মেসি। এরপর আরো বেশ কিছু সুযোগ আসলেও গোল আর হয়নি। ফলে ৩-০তেই শেষ হয় ম্যাচটি।
আগামী ২৮ তারিখ ভোরে আবারও মাঠে নামে দু’দল যেখানে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে থাকবে তিউনিসিয়া এবং আর্জেন্টিনার প্রতিপক্ষ জ্যামাইকা।