সাবিনা-সানজিদাদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা বিসিবির
সাফ ফাইনালে স্বাগতিক নেপালকে গোলে হারিয়ে ইতিহাসের পাতায় নাম লিখেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ফুটবলে সাবিনাদের এমন গৌরবময় অর্জনকে স্বীকৃতি জানাতে ইতোমধ্যে ফুটবলারদের আর্থিক পুরস্কার দেয়ার ঘোষণা দিয়ে আসছেন অনেকে। এবার পুরো নারী ফুটবল দলকে আর্থিক পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে বিসিবি।
দুপুরে বিসিবি এক বিজ্ঞপ্তিতে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপ বিজয়ীদের বোনাস দেওয়ার বিষয়টি নিশ্চিত করে। সেখানে বিসিবির সভাপতি পাপন বলেন, ‘দুর্দান্ত পারফরম্যান্সে ঐতিহাসিক অর্জনে নারী ফুটবল দল পুরো জাতিকে গর্বিত করেছে। তাদের এই প্রচেষ্টায় আমি বিসিবির পক্ষ থেকে পুরো দলকে ৫০ লাখ টাকার বোনাস ঘোষণা করছি। কোনও সন্দেহ নেই, সাফ জয় দেশের সব খেলোয়াড়কে অনুপ্রাণিত করবে।’
ইতোমধ্যে নেপালের কাঠমান্ডু থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার শিরোপা জেতে বাংলাদেশ।