খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বুধবার, ৪ঠা ডিসেম্বর ২০২৪

অবশেষে গোলের দেখা পেলেন রোনালদো, সহজ জয় ইউনাইটেডের

0

অবশেষে ম্যানচেস্টার ইউনাইটেড-এর জার্সিতে চলতি মৌসুমে গোল পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো । সে সঙ্গে ইউরোপা লিগেও প্রথম গোল করেছেন তিনি।

ইউরোপা লিগে মালদোভার ক্লাব এফসি শেরিফ-এর বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। ডিওগো ডালট বক্সের মধ্যে ফাউলের শিকার হলে ৩৯তম মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন এই পর্তুগিজ সুপারস্টার।

এফসি শেরিফের বিরুদ্ধে ম্যানচেস্টার ইউনাইটেড জিতল ২-০ গোলে। এ জয়ের সুবাদে গ্রুপ পয়েন্ট তালিকায় দুই নম্বরে উঠে এল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের ১৭ মিনিটে জ্যাডন সানচোর গোলে এগিয়ে যাওয়ার পর রোনালদো পেনাল্টি গোলে ব্যবধান বাড়ায় ম্যানচেস্টার ইউনাইটেড ।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আর গোল হয়নি। গত সপ্তাহে ইউরোপা লিগে গ্রুপের প্রথম ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে ম্যানচেস্টার ইউনাইটেড হেরেছিল ০-১ গোলে। সেই ম্যাচে রোনালদো শুরু থেকে খেললেও গোল পাননি।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy